ফাইনালের পরই সরতে হতে পারে শ্রীনিকে

শ্রীনিবাসনের নির্বাসনে যাওরার সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তিনি নিজে যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে সরতে হতে পারে বোর্ড সভাপতিকে। আইপিএলের ফাইনাল ম্যাচের শেষেই শ্রীনির ভাগ্য নির্ধারণে বসবে বিসিসিআই।

Updated By: May 25, 2013, 02:14 PM IST

শ্রীনিবাসনের নির্বাসনে যাওরার সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। তিনি নিজে যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে সরতে হতে পারে বোর্ড সভাপতিকে। আইপিএলের ফাইনাল ম্যাচের শেষেই শ্রীনির ভাগ্য নির্ধারণে বসবে বিসিসিআই।
শনিবার দুপুরে কোডাইকোনাল থেকে মুম্বই ফেরেন শ্রীনিবাসন। আজই আইনজীবীদের সঙ্গে আলোচনা করে গুটি সাজাবেন তিনি। প্রথমটায় মনে করা হচ্ছিল গতরাতে গ্রেফতার হওয়া জামাই মেয়াপ্পানকে দেখা করবেন শ্রীনিবাসন। মুম্বই নেমে যে ধরনের বয়ান দিয়েছেন বোর্ড সাভাপতি, তাতে স্পষ্ট জামাইয়ের সঙ্গে দূরত্ব বজার রাখতে চাইছেন তিনি। এ দিন সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানান, "আমার ওপর পদত্যাগের চাপ দেওয়া হয়নি।" বেটিংয়ে জামাইয়ের নাম জড়ান প্রসঙ্গে তাঁর সাফ জবাব, বিসিসিআই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।"
অন্যদিকে শ্রীনিবাসনের এই বিপদের দিনে পাশে নেই তাঁর পরিবার। নাম জড়িয়েছে তাঁর নিজের জামাইয়ের। গত দু`দিন গুরুনাথ গা-ঢাকা দিয়েছিলেন শ্রীনির কোডাকোনালের বাড়িতেই। মুখ ফিরিয়ে নিয়েছেন ছেলে অশ্বিনও। ত্যাজ্যপুত্র হওয়ায় রাগ মেটাতে মেয়াপ্পাকেই টার্গেড করেন তিনি। শ্বশুর-জামাইয়ের সম্পর্কে যে চির ধরেছিল তা খোলসা করেন অশ্বিনই।

.