মালিয়ার পর এবার মেহুল চোক্সি? বড় সাফল্য পেল মোদী সরকার

মেহুল চোক্সির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল

Updated By: Dec 13, 2018, 12:51 PM IST
মালিয়ার পর এবার মেহুল চোক্সি? বড় সাফল্য পেল মোদী সরকার

নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহেই বিজয় মালিয়াকে দেশে ফেরাতে বড় সাফল্য পেয়েছে সিবিআই। গত ১০ ডিসেম্বর মালিয়াকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে ইংল্যান্ডের আদালত। এবার ঋণখেলাপিতে অভিযুক্ত আরেক শিল্পপতিকে দেশে ফেরাতেও সাফল্য এল সিবিআইয়ের হাতে। নীরব মোদী ঋণখেলাপি মামলার অন্যতম অভিযুক্ত মেহুল চোক্সির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। এর ফলে বিশ্বের যে কোনও দেশে গ্রেফতার হতে পারেন চোক্সি। 

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ১২,৪০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে মেহুল চোক্সির বিরুদ্ধে।  অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশ ছেড়ে ক্যারাবিয়ানের অ্যান্টিগায় আশ্রয় নিয়েছে সে। তাকে তদন্তকারী সংস্থাগুলি একাধিকবার তলব করলেও সাড়া দেননি চোস্কি। উলটে তাঁর আইনজীবী জানিয়েছেন, ভারতে ফেরার মতো শারীরিক অবস্থা নেই চোক্সির। 

খুব তাড়াতাড়ি ঘোষণা হবে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম, বললেন খোদ রাহুল

বদলে অ্যান্টিগায় এসে চোক্সিকে জেরার প্রস্তাব দেন তাঁর আইনজীবী। প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও জেরার সম্মুখীন হতে রাজি বলে জানিয়েছেন তিনি। কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে চোক্সির বয়ান নথিভুক্ত করতে গেলে অন্তত ৩ মাস অপেক্ষা করতে হবে ইডির গোয়েন্দাদের। 

ওদিকে চোক্সিকে 'ফেরার আর্থিক অপরাধী' ঘোষণা করার দাবিতে আদালতে মামলা লড়ছে ইডি। গত ৯ নভেম্বর মেহুল চোক্সির অন্যতম সাগরেদ দীপক কুলকার্নিকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। হংকং থেকে কলকাতা পৌঁছেছিলেন তিনি। কলকাতায় নামতেই তাঁকে গ্রেফতার করে ইডি। হংকংয়ে চোস্কির ভুয়ো সংস্কার ডিরেক্টর ছিলেন দীপক।   

 

.