করোনায় এবার কোপ মধ্যবিত্তের সঞ্চয়েও, আপাতত কমানো হল PF-এ সুদের হার

করোনায় দুর্বল অর্থনীতির কথা মাথায় রেখে না হয় সুদের হার কম করা হল। কিন্তু পাওনা ০.৩৫ শতাংশ সুদের কী হবে?

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 9, 2020, 04:15 PM IST
করোনায় এবার কোপ মধ্যবিত্তের সঞ্চয়েও, আপাতত কমানো হল PF-এ সুদের হার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: করোনার কোপ এবার মধ্যবিত্তের সঞ্চয়তেও। আপাতত সুদের হার কম করছে ইপিএফও।

আরও পড়ুন-পঞ্চমী থেকে একাদশী নাইট কার্ফু! ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার ২

বুধবার কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত ৮.১৫ শতাংশ করে পিএফে সুদ দেওয়া হবে। ২০১৯-২০ অর্থবর্ষে সুদের হার নির্ধারিত ছিল ৮.৫০ শতাংশ। অর্থাত্ পূর্বনির্ধারিত সুদের হার কম করা হচ্ছে না। সুদের হার সাময়িকভাবে কম করা হচ্ছে। 

আরও পড়ুন-কঙ্গনার অফিস ভাঙা নিয়ে বিতর্ক, মুম্বইকে সরাসরি 'পাকিস্তান' বলে আক্রমণ করলেন অভিনেত্রী  

করোনায় দুর্বল অর্থনীতির কথা মাথায় রেখে না হয় সুদের হার কম করা হল। কিন্তু পাওনা ০.৩৫ শতাংশ সুদের কী হবে? সূত্রের খবর,গ্রাহকরা ওই সুদ থেকে বঞ্চিত হবেন না। ওই সুদ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে বৈঠকে কথা হয়েছে। ডিসেম্বরের পর থেকে পুরনো হারেই সুদ পাবেন গ্রাহকরা।

এনিয়ে AITUC সেক্রেটারি সুকুমার দামলে সংবাদমাধ্যমে বলেন, 'কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন পূর্বনির্ধারিত সুদই(৮.৫০ শতাংশ) দেবে ইপিএফও। তবে আপাতত দেওয়া হবে ৮.১৫ শতাংশ সুদ। বাকী .৩৫ শতাংশ দিয়ে দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে। '

.