নয়া পরমাণু সাবমেরিন পেল নৌবাহিনী
দীর্ঘ দু`দশক পর এলিট `নিউক্লিয়ার সাবমেরিন ক্লাব`-এর পুরোদস্তুর সদস্যপদ পেল ভারত। বুধবার বিশাখাপত্তনমের `শিপ বিল্ডিং কমপ্লেক্স`-এ নৌবাহিনীর এক অনুষ্ঠানে বোতাম টিপে `আইএনএস চক্র`কে জলে ভাসালেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।
দীর্ঘ দু`দশক পর এলিট `নিউক্লিয়ার সাবমেরিন ক্লাব`-এর পুরোদস্তুর সদস্যপদ পেল ভারত। বুধবার বিশাখাপত্তনমের `শিপ বিল্ডিং কমপ্লেক্স`-এ নৌবাহিনীর এক অনুষ্ঠানে বোতাম টিপে `আইএনএস চক্র`কে জলে ভাসালেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। রাশিয়ায় তৈরি `অ্যাকুলা ২` শ্রেণির এই `নারপা` সাবমেরিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পুনর্নির্মীত হয়েছে। প্রয়োজনীয় আধুনিকীকরণের পর পরীক্ষানিরীক্ষার শেষে আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভূক্ত হল `আইএনএস চক্র`।
আশির দশকে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে `চার্লি` শ্রেণির পরমাণু ডুবোজাহাজ লিজ নিয়েছিল ভারতীয় নৌবাহিনী। ২০০৯ সালে রাশিয়ার সঙ্গে যৌথ প্রযুক্তিতে পরমাণু শক্তিচালিত ৬০০০ টনের `আইএনএস আরিহন্ত` তৈরির কাজ শেষ হয়। যদিও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক টরপেডো`বাহী ৮১৪০ টনের `অ্যাকুলা ২` শ্রেণির নিউক্লিয়ার সাবমেরিন `আইএনএস চক্র` নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীর মুকুটের সর্বশ্রেষ্ঠ পালক। ৩০ নট গতিবেগ সম্পন্ন ১১০ মিটার লম্বা এই ডুবোজাহাজটি `অপারেট` করার জন্য ৩০ জন অফিসার-সহ মোট ৭০ জন দক্ষ নাবিকের প্রয়োজন।
এ কে অ্যান্টনির পাশাপাশি এদিন `আইএনএস চক্র`-র কমিশনিং অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নির্মল ভার্মা, ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত কে কাডাকিন, কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পাল্লম রাজু এবং জাতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র কর্ণধার ভি কে সরস্বত। `আইএনএস চক্র`-এর `পুনর্জন্মের` জন্য এদিন ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির ভূয়সী প্রশংসা কেরন রুশ রাষ্ট্রদূত। অন্যদিকে ডিআরডিও-প্রধান জানান, শীঘ্রই প্রয়োজনীয় আধুনিকীকরণের কাজ শেষে নৌবাহিনীতে যোগ দেবে আইএনএস আরিহন্ত`।