লকডাউনে উড়ান বাতিল, ৩১ জানুয়ারির মধ্যে টিকিটের দাম ফেরত দেবে IndiGo
IndiGo-র বিবৃতিতে আরও জানান হয়েছে, বর্তমানে আমরা ওইসব টিকিটের দামের পুরোটাই ফেরত দেব। আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে ওই টাকা ফেরত দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন: আগামী ৩১ জানুয়ারির মধ্যেই ক্যানসেল টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা। সোমবার এমনটাই জানিয়ে দিল বেসরকারি বিমান পরিবহণ সংস্থা IndiGo।
করোনা লকটাউনের জন্য বহু উড়ান বাতিল হয়েছিল IndiGo-র। সেইসব বিমানের জন্য যাঁরা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্যে ক্রেডিট সেল তৈরি করেছিল ইন্ডিগো। সেই টাকা এবার ফেরত দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-'মমতাকে ব্ল্যাকমেল করা যাবে না', নাম না করে শুভেন্দুকে বিঁধলেন ফিরহাদ
IndiGo-র তরফে এক বিবৃতিতে সোমবার জানান হয়েছে, টিকিটের দাম বাবদ প্রায় ১০০০ কোটি টাকা ফেরত দেওয়া হবে। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণ ও লকডাউনের জন্যে উড়ান বন্ধ করে দিতে হয় IndiGo-কে। ফলে আমাদের আয়ের উত্স একেবারেই নষ্ট হয়ে য়ায়। ফলে সঙ্গে সঙ্গে আমরা বাতিল উড়ানের চিকিটের দাম ফেরত দিতে পারিনি। এরজন্যই আমাদের ক্রেডিটে সেল তৈরি করতে হয়েছিল।
আরও পড়ুন-লক্ষ্মীর ধানই বিদায়ঘণ্টা বাজাবে, কৃষকদের সমর্থনে কাল থেকে ব্লকে ব্লকে ধরনা : Mamata Banerjee
IndiGo-র বিবৃতিতে আরও জানান হয়েছে, বর্তমানে আমরা ওইসব টিকিটের দামের পুরোটাই ফেরত দেব। আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে ওই টাকা ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, এবছর ২৩ মার্চ থেকে সব আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়। তবে বন্দে ভারত মিশনে বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানোর জন্য কিছু বিমান চালানোর অনুমতি দেয় কেন্দ্র।