চলতি আর্থিক বছরে জিডিপি থাকতে পারে ৬.৫ শতাংশে, বলছে কেন্দ্রীয় পরিসংখ্যান
গত আর্থিক বছরের বৃদ্ধি ছুঁতে পারছে না চলতি আর্থিক। স্পষ্ট হল কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্যে।
ওয়েব ডেস্ক: চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতির হাল ফেরার সম্ভবনা আর নেই। ২০১৭-১৮ আর্থিক বছরে ভারতের বৃদ্ধি থাকতে পারে ৬.৫ শতাংশে। এমনটাই জানাল কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। ২০১৬-১৭ সালে বৃদ্ধি ছিল ৭.১ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবর্ষে জিএসটি চালু হওয়ার কারণে বৃদ্ধি থাকতে পারে ৬.৫ শতাংশ। পাঁচটি ত্রৈমাসিকে নিম্নগামী হওয়ার পর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ঘুরে দাড়িয়ে জিডিপি। ওই ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬.৩ শতাংশ।
Growth in GDP during 2017-18 estimated at 6.5% as compared to growth rate of 7.1% in 2016-17: Ministry of Statistics & Programme Implementation
— ANI (@ANI) January 5, 2018
আরও পড়ুন- ট্রেনে দুই মহিলা সাংসদের লাগেজ চুরি; 'আমি অসহায়,' বললেন রেলমন্ত্রী
এপ্রিল থেকে জুন পর্যন্ত জিডিপি ছিল ৫.৭ শতাংশ। কয়েকদিন আগে অর্থব্যবস্থার বেহাল অবস্থা ধরা পড়েছিল অরুণ জেটলির গলায়। সরকার বৃদ্ধি দেখানোর চেষ্টা করলেও পরিসংখ্যান অন্য কথা বলছে।