ভারতের প্রথম মনোলিথের খোঁজ আহমেদাবাদে, রহস্যের গন্ধ নতুন বছরের প্রথম দিনেই
মনোলিথটির গায়ে কিছু নম্বর খোদাই করা আছে।
নিজস্ব প্রতিবেদন: গত কয়েকমাস ধরে পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় মনোলিথ (Monolith) দেখা গিয়েছে। এর মধ্যে কিছু কিছু মনোলিথ বেশ রহস্যও ছড়িয়েছে। সব মিলিয়ে তা যথেষ্ট মন কেড়েছে বিশ্ববাসীর।
তবে একটা প্রশ্ন বারবারই উঠেছে, ভারতেও কি এরকম মনোলিথ দেখা যাবে? এ নিয়ে একাংশের মনে যথেষ্ট কৌতূহলও ছিল।
সেই সম্ভাবনা সত্যি করে এবার ২০২০-র শেষ দিনে আহমেদাবাদে (Ahmedabad) পাওয়া গেল ভারতের প্রথম মনোলিথ!
একধরনের উজ্জ্বল ত্রিমাত্রিক ধাতব বস্তু এই মনোলিথটি পাওয়া গিয়েছে আহমেদাবাদের ঠালতেজে সিম্ফোনি ফরেস্ট পার্কে (Symphony Forest Park in Thaltej)।
কোথা থেকে এল এটি? অনেক কিছুই জানা যাচ্ছে না। কিন্তু মনোলিথটির গায়ে কিছু নম্বর খোদাই করা আছে। সিম্ফোনি ফরেস্ট পার্কের ফেসবুক পেজে এই ছবিটি শেয়ার করা হয়েছে। এই নম্বরের রহস্য ভেদ করে কি জানা যাবে মনোলিথের রহস্য? জানা যাবে কার বা কাদের কাজ এটি? দেখা যাক। গোটা বছরটাই তো পড়ে রইল।
Also Read: নিলামে উঠতে চলেছে গান্ধীর বাটি, চামচ ও কাঁটা, ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৫৫ লাখ টাকা