রেলকে পেপারলেস করতে ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে যাচ্ছে রিজার্ভেশন চার্ট

যাত্রীভাড়া থেকে আয়ের ভিত্তি দেশের ১৭টি জোনের থাকা স্টেশনগুলিকে এ১, এ, বি, সি, ডি, ই ও ফ তালিকায় বিভক্ত করা হয়।

Updated By: Feb 17, 2018, 11:50 AM IST
রেলকে পেপারলেস করতে ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে যাচ্ছে রিজার্ভেশন চার্ট

নিজস্ব প্রতিবেদন : আগামী মাস থেকে ট্রেনের সংরক্ষিত কামরায় রিজার্ভেশন চার্ট তুলে দিতে চলেছে রেল। এই মর্মে প্রতিটি রেলজোনে নির্দেশিকা পাঠিয়েছে রেলমন্ত্রক। শুরুতে প্রথম ছ'মাসের জন্য এ১, এ ও বি তালিকাভূক্ত স্টশনগুলিতে ১ মার্চ থেকে পরীক্ষামূলক ভাবে এই সিদ্ধান্ত লাগু হবে। বিষয়টি ফলপ্রসূ হলে আগামীদিনে তা প্রতিটি স্টেশনেই হবে পেপারলেস।

যাত্রীভাড়া থেকে আয়ের ভিত্তি দেশের ১৭টি জোনের থাকা স্টেশনগুলিকে এ১, এ, বি, সি, ডি, ই ও ফ তালিকায় বিভক্ত করা হয়। তবে, প্রথম দফায় যে স্টেশনগুলিতে ইলেকট্রনিক ডিসপ্লে প্লাজমা ব্যবস্থা রয়েছে সেখানেই এই ব্যবস্থা চালু করা হবে। ধীরে ধীরে সেই তালিকায় দেশের প্রতিটি রেল স্টেশনকেই আনা হবে বলে রেলমন্ত্রকের পক্ষে জানানো হয়েছে।

আরও পড়ুন- ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা, টাকা চিবিয়ে খাওয়ার চেষ্টা মহিলা পুলিস কনস্টেবলের  

এই ব্যবস্থা চালু করা হলেও, প্ল্যাটফর্মগুলিতে ডিজিটাল ডিসপ্লে চার্ট ও ছাপা চার্টের ব্যবস্থাও থাকছে।

ইতিমধ্যেই দিল্লি, হজরত নিজামুদ্দিন, মুম্বই সেন্ট্রাল, চেন্নাই সেন্ট্রাল, হাওড়া ও শিয়ালদা স্টেশনগুলিতে পেপারলেস ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থা পুরোদস্তুর চালু হয়ে গেলে ৬০ লক্ষ টাকা খরচ বাঁচবে ভারতীয় রেলের।

.