নীরবের আরও ৫৪৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, দেশজুড়ে তল্লাশি
দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল ইডি। বাজেয়াপ্ত করা হল নীরব মোদীর সম্পত্তি।
নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক দুর্নীতিকাণ্ডে নীরব মোদীর বিরুদ্ধে শুক্রবার আরও একটা মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেকটরেট। তাঁর ২১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি সম্পত্তি।
ইডি সূত্রে খবর, শুক্রবার দেশের ১১টি রাজ্যের ৩৫টি জায়গায় তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। উদ্ধার হয়েছে ৫৪৯ কোটি টাকার হিরে ও সোনা। ইতিমধ্যেই ৫,৬৪৯ কোটি টাকা মূল্যের নীরব মোদীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যা দুর্নীতি অঙ্কের অর্ধেক।১১,৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে।
IT officials paste notice outside #NiravModi 's boutique in Mumbai's Kala Ghoda #PNBFraudCase pic.twitter.com/HMfJPed1Ph
— ANI (@ANI) February 16, 2018
আরও পড়ুন- নীরবের স্ত্রী রয়েছেন ভারতেই, খবর সূত্রের
নিউ ইয়র্ক, লন্ডন, ম্যাকাও ও বেজিংয়ের মতো শহরে দোকান রয়েছে নীরব মোদীর। সেখানে যাতে কোনও কেনাবেচা না হয়, তার নির্দেশ দিয়েছে ইডি। এদিনই ৪ সপ্তাহের জন্য নীরব মোদীর পাসপোর্ট সাসপেন্ড