রেল লাইন কিনতে টেন্ডার ডাকল রেল

Updated By: Oct 27, 2017, 03:36 PM IST
রেল লাইন কিনতে টেন্ডার ডাকল রেল

নিজেস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উন্নতিকরণের জন্য এবার আন্তর্জাতিক টেন্ডার ডাকল রেলমন্ত্রক। ২০১৮-১৯ অর্থবর্ষে এই টেন্ডারের মাধ্যমে সাত লাখ মেট্রিক টন রেললাইন কেনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই ব্যবস্থার মাধ্যমে বছরের পর বছর ধরে চলে আসা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার একচেটিয়া ব্যবসায় ভাটা পড়তে চলেছে।

ব্রিটিশ আমল থেকে পাতা ভারতীয় রেললাইনের অবস্থা অনেক জায়গাতেই যথেষ্ট খারাপ। সেখানে যেমন ট্রেন গতি পায় না, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও থাকছে অনেক ক্ষেত্রেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে সেই এলাকাগুলিতে। ঘটেছে অসংখ্য প্রাণহানিও। এবার সেই পুরনো রেললাইন উপড়ে বসানো হবে অত্যাধুনিক লাইন। যাতে গতি ও নিরাপত্তা দুই বাড়বে। এশিয়ার বৃহত্তম এই রেল পরিষেবার উন্নতিকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮.৬ লাখ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করেছেন। সেই টাকা প্রধানত পরিকাঠামো উন্নয়নেই খরচ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

প্রসঙ্গত, উন্নতিকরণের জন্য প্রথম ধাপে ৭ লাখ মেট্রিক টন লাইন কিনতে চলেছে ভারতীয় রেল। এতদিন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ভারতীয় রেলের লাইন ও বিম সরবরাহ করলেও, এবার সেই দৌড়ে ঢুকে পড়েছে জিন্দাল স্টিলও। প্রতিযোগিতার বাজারে, এর ফলে উন্নতমাণের জোগান মিলবে বলে আশা প্রকাশ করেছেন পীযুষ গোয়েল।

আরও পড়ুন- গুজরাটে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় আইএসআই মদতে নাশকতার আশঙ্কা

.