ট্রেনের নয়া টাইম টেবিল প্রকাশ ভারতীয় রেলের

পয়লা অক্টোবরে প্রকাশ করল ট্রেনের নয়া টাইম টেবিল। ভারতীয় রেলের 'ট্রেন অ্যাট গ্লান্স' নামক বইটিতে পাবেন দুরন্ত, রাজধানীর মতো প্রথম সারি মেল থেকে প্যাসেঞ্জার, ফাস্ট প্যাসেঞ্জার সবরকম ট্রেন সময়সূচি। তার সঙ্গে রয়েছে ট্রেন রিজার্ভেশন, ততকাল, রিফান্ড সংক্রান্ত সব খবর।

Updated By: Oct 1, 2015, 02:03 PM IST
ট্রেনের নয়া টাইম টেবিল প্রকাশ ভারতীয় রেলের

ওয়েব ডেস্ক: পয়লা অক্টোবরে প্রকাশ করল ট্রেনের নয়া টাইম টেবিল। ভারতীয় রেলের 'ট্রেন অ্যাট গ্লান্স' নামক বইটিতে পাবেন দুরন্ত, রাজধানীর মতো প্রথম সারি মেল থেকে প্যাসেঞ্জার, ফাস্ট প্যাসেঞ্জার সবরকম ট্রেন সময়সূচি। তার সঙ্গে রয়েছে ট্রেন রিজার্ভেশন, ততকাল, রিফান্ড সংক্রান্ত সব খবর।

এক নজরে দেখে নিন ট্রেন অ্যাট গ্লান্সে কী রয়েছে

  •     লাক্সারি ট্যুরিস্ট ট্রেন
  •     হিল রেলওয়েজ
  •     ইন্দরেল পাস ও প্যাকেজ ট্যুরস
  •     খাবারের তালিকা
  •     আগাম সংরক্ষণ
  •     বোর্ডিং দ্য ট্রেন
  •     রেলওযে ট্রেন ইনকোয়েরি
  •     ততকাল রিজার্ভেশন

এছাড়াও রয়েছে...

  •     Upgradation
  •     Special Facilities for Foreigners
  •     Change in travel plan
  •     Circular Journey Tickets
  •     Reserving Special Carriages
  •     Booking of Luggage
  •     Advance Reservation Through Internet
  •     Refund Rules
  •     Rail Travel Concessions
  •     Passenger Amenities
  •     Vigilance Organisation
  •     Citizens Charter
  •     Fares
  •     Explanatory Notes for Fares
  •     Railway Protection Force
  •     
  •     How to use the Timetable
  •     Route Map with Table Numbers
  •     Station Index
  •     Station Code Index
  •     Train Number Index
  •     Train Name Index
  •     Duronto Express
  •     Rajdhani and Shatabdi Trains
  •     Jan Shatabdi Trains
  •     Sampark Kranti Trains
  •     Double Decker Trains
  •     Table Index
  •     Tables
  •     Passenger Information
  •     Railways and Tourism
  •     Indian Railway Map
.