বয়স্ক নাগরিকদের ‘ত্যাগে' কোটি টাকা বাঁচল রেলের

গত বছর প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে রেল আবেদন করে, টিকিটে ছাড়ের পুরোপুরি সুবিধে নিন অথবা ধার্য ভাড়া দিয়ে সফর করুন। সেই আবেদন সাড়া দিয়েছিলেন দেশের ৯.৩৯ লাখ প্রবীণ নাগরিক

Updated By: Jan 15, 2018, 09:11 PM IST
বয়স্ক নাগরিকদের ‘ত্যাগে' কোটি টাকা বাঁচল রেলের

নিজস্ব প্রতিবেদন: প্রবীণ নাগরিকদের সুবিধের জন্য বেশকিছু প্রকল্প চালু রয়েছে দেশে। সেই প্রবীণরাই এবার দেশের কোটি কোটি টাকা বাঁচিয়ে দিলেন। তাঁদের ‘ত্যাগের’ জন্য ৪০ কোটি টাকা বাঁচাল রেলের।
রেলে প্রবীণ নাগরিকদের ভাড়ায় বিশেষ ছাড় রয়েছে। সেই ভাড়ার ভর্তুকি দিতে বিপুল টাকা খরচ করতে হয় রেলকে। গত বছর প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে রেল আবেদন করে, টিকিটে ছাড়ের পুরোপুরি সুবিধে নিন অথবা ধার্য ভাড়া দিয়ে সফর করুন। সেই আবেদন সাড়া দিয়েছিলেন দেশের ৯.৩৯ লাখ প্রবীণ নাগরিক। আর তাতেই সাশ্রয় হয়েছে কোটি কোটি টাকা।
আরও পড়ুন-মুকুল রায়ের সভার আগে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুুর, আগুন
রেলের দেওয়া একটি তথ্য অনুযায়ী, গতবছর ২২ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের ২.১৬ লাখ প্রবীণ পুরুষ ও ২.৬৭ লাখ প্রবীণ মহিলা তাদের জন্য দেওয়া টিকিটে ছাড়ের সুবিধা নেননি। পাশাপাশি ২.৫১ লাখ পুরুষ ও ২.০৫ লাখ মহিলা ছাড়ের ৫০ শতাংশ সুবিধা নিয়েছেন।
বর্তমানে প্রতিবছর ৩০ হাজার কোটি টাকা লোকসান করে রেল। এর মধ্যে ১৬০০ কোটি টাকা হল বিভিন্ন ক্ষেত্রে দেওয়া টিকিটে ছাড়। রেলের মোট খরচের মাত্র ৫৭ শতাংশ আয় হয় একমাত্র টিকিট বিক্রি করে। ফলে প্রবীণ নাগরিকদের ওই ভতুর্কি ছাড়ে অনেকটাই উপকৃত হয়েছে বলে রেল সূত্রে খবর।

.