ধেয়ে আসছে প্রবল ঝড়, ১৩ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে জারি সতর্কতা

পশ্চিমবঙ্গও প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানায় ২ দিন স্কুল বন্ধের নির্দেশ

Updated By: May 7, 2018, 08:55 AM IST
ধেয়ে আসছে প্রবল ঝড়, ১৩ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে জারি সতর্কতা

নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই তীব্র ঝড়ে উত্তরভারতে প্রাণ হারিয়েছেন ১২৯ জন। এবার ফের তীব্র ঝড়ের পূর্বাভাস দিল দিল্লির মৌসম ভবন। দেশের ১৩ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলে সোম ও মঙ্গলবার আছড়ে পড়তে পারে প্রবল ঝড়, শিলাবৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা।

ঝড়ের পূর্বাভাস পেয়েই সোম ও মঙ্গলবার রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা। রাজ্যবাসীকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-আফগানিস্থানে অপহৃত ৭ ভারতীয়

সোমবার জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরখাণ্ডে ঘণ্টায় প্রবল বেগে ঝড় বয়ে ‌যেতে পারে। হরিয়ানা ও পাঞ্জাবের অধিকাংশ অংশও পড়তে পারে ঝড়ের কবলে। উত্তরপ্রদেশ ও রাজস্থানে হতে পারে তীব্র ধুলোঝড় ও বজ্রপাত। সঙ্গে হতে পারে প্রবল বৃষ্টি। এছাড়াও উত্তরপূর্বের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায় তীব্র ঝড় হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুন-বিনা চিকিত্সায় শিশুমৃত্যুর অভিযোগে ধুন্ধুমার এসএসকেএমে, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

পশ্চিমবঙ্গের জন্যও সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বলা হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।

  

.