পাক নৌসেনার গুলিতে নিহত এক ভারতীয় মৎস্যজীবী
গুজরাত উপকূলে পাক নৌসেনার গুলিতে খুন হলেন এক ভারতীয় মৎস্যজীবী। সূত্রে খবর, দুটি ভারতীয় মাছ ধরার নৌকা প্রেমরাজ ও রামরাজের উপর গুলি চালয় পাক নৌ সেনা। ওই দুটি নৌকায় ৫ থেকে ৬ জন মৎস্যজীবী ছিলেন। ৮ সেপ্টেম্বর ওকহা থেকে পাড়ি দিয়েছিল এই দুটি নৌকা।
ওয়েব ডেস্ক: গুজরাত উপকূলে পাক নৌসেনার গুলিতে খুন হলেন এক ভারতীয় মৎস্যজীবী। সূত্রে খবর, দুটি ভারতীয় মাছ ধরার নৌকা প্রেমরাজ ও রামরাজের উপর গুলি চালয় পাক নৌ সেনা। ওই দুটি নৌকায় ৫ থেকে ৬ জন মৎস্যজীবী ছিলেন। ৮ সেপ্টেম্বর ওকহা থেকে পাড়ি দিয়েছিল এই দুটি নৌকা।
অভিযোগ, কোনও রকম প্ররোচনা ছাড়াই নৌকা দুটি লক্ষ্য করে গুলি চালায় পাক নৌসেনা। গুলিতে মারা গেছেন ভাট্টি ইকবাল আবদুল নামের এক মৎস্যজীবী।
ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর দুটী জলযান আক্রান্ত নৌকাদুটিকে ভারতীয় বন্দরে ফিরিয়ে আনার জন্য রওনা দিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় নৌকাদুটি আন্তর্জাতিক জলাঞ্চলে থাকলেও দুদেশের সামুদ্রিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের জলাঞ্চলে প্রবেশ করেছিল।