LoC-র কাছেই কাশ্মীরের কেরন সেক্টরে পাক ড্রোন গুলি করে নামাল সেনা

গত জুন মাসে কাঠুয়ায় পানেসরে ঢুকে পড়েছিল একটি ৮ ফুটের পাক ড্রোন। 

Updated By: Oct 24, 2020, 03:28 PM IST
LoC-র কাছেই কাশ্মীরের কেরন সেক্টরে পাক ড্রোন গুলি করে নামাল সেনা
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: কাঠুয়ার পর এবার কেরন সেক্টর। ফের একটি পাকিস্তানি ড্রোন (কোয়াডকপ্টার)গুলি করে নামাল ভারতীয় সেনা।

শনিবার সকাল আটটা নাগাদ ওই পাক ড্রোনটিকে নিয়ন্ত্রণরেখার কেরন সেক্টরে উড়তে দেখা যায়। তখনই সেটিকে গুলি করে নামায় সেনা। সেনার তরফ জানানো হয়েছে, পাক সেনার ওই ড্রোনটি চিনের DJI কোম্পানির তৈরি এবং সেটি  Mavic 2 Pro মডেলের। সেনার অনুমান সম্ভবত নজরদারির জন্যই পাঠানো হয়েছিল ড্রোনটি।

আরও পড়ুন-পরনে লাল পাড় শাড়ি, স্বামীর সঙ্গে অষ্টমীর অঞ্জলিতে হাজির নুসরত জাহান 

জম্মু ও কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনাবাহিনী বারবরই বলেছে ড্রোনের সাহায্যে অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত পার করিয়ে দিচ্ছে পাক সেনা ও জঙ্গিরা। পরে তা নিয়ন্ত্রণরেখার এপার থেকে কুড়িয়ে নিচ্ছে জঙ্গিরা। সম্প্রতি সেনাপ্রধান এম এম নারাভানে জানিয়েছেন, পাকিস্তান ভারতে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার কাজ চালিয়েই যাচ্ছে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবে না। ভারতীয় সেনা সজাগ রয়েছে।

লাদাখে সীমান্ত উত্তেজনা এবং শীত, এই দুটি বিষয়কেই কাজে লাগাতে চাইছে পাক জঙ্গিরা। প্রতি বছর শীতে বরফ পড়ার সময়েই সক্রিয় হয়ে ওঠে পাক জঙ্গিরা। এবার সেই চেষ্টা চলছে।

আরও পড়ুন-অষ্টমীর সকালে এল খবর, ভাল আছেন কপিল দেব

গত জুন মাসে কাঠুয়ায় পানেসরে ঢুকে পড়েছিল একটি ৮ ফুটের পাক ড্রোন। সেটিকে গুলি করে নামায় বিএসএফ।  সেটি থেকে রাইফেল ও গুলি উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী।

.