দেবযানী খোবড়াগেড়ের ঘটনায় প্রভাব পড়বে না ভারত-মার্কিন সম্পর্কে: মেরি হার্ফ

নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবড়াগেড়ের হেনস্থা বিচ্ছিন্ন ঘটনা। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না। এমনই মন্তব্য করেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ।

Updated By: Dec 18, 2013, 06:10 PM IST

নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবড়াগেড়ের হেনস্থা বিচ্ছিন্ন ঘটনা। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না। এমনই মন্তব্য করেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ।

ভারতীয় কূটনীতিকের হেনস্থার ঘটনায় দিল্লি নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেছে। কিন্তু, ওয়াশিংটন যে বিষয়টিকে সে ভাবে গুরুত্ব দিতে নারাজ, তা মেরি হার্ফের মন্তব্যেই স্পষ্ট বলে মনে করা হচ্ছে।

দেবযানী খোবড়াগাড়ে জানিয়েছেন, মার্কিন পুলিসের হেফাজতে তাঁকে নগ্ন করে তল্লাসি করা হয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের বিরোধী। এ প্রসঙ্গে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।

একইসঙ্গে, ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের যথাযথ নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। এ সবের মধ্যেই বিদেশমন্ত্রী সলমন খুরশিদ অভিযোগ করেছেন, নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবড়াগেড়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁকে হেনস্থার ঘটনায় দিল্লির প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

.