Missile Pralay: চিন-পাকিস্তানের জন্য উদ্বেগের খবর, নৌ সেনার হাতে আসছে হাজার কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র

Missile Pralay: তাদের ভাঁড়ারে ব্যালেস্টিক মিসাইলের সংখ্যা বাড়াচ্ছে ভারতীয় সেনা। ভারতীয় সোনার পাশপাশি ভারতীয় বায়ুসেনাও প্রলয়ের ব্য়াপারে আগ্রহ প্রকাশ করেছে

Updated By: Nov 11, 2024, 01:52 PM IST
Missile Pralay: চিন-পাকিস্তানের জন্য উদ্বেগের খবর, নৌ সেনার হাতে আসছে হাজার কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুনিয়ার বহু দেশের হাতেই রয়েছে অ্যান্টি শিপ ব্যালেস্টিক মিসাইল। এবার ভারতের হাতেও চলে এল মারাত্মক ওই অস্ত্র। ডিআরডিওর তৈরি 'প্রলয়' নামে ওই ক্ষেপণাস্ত্রটি শীঘ্রই পরীক্ষা করতে চলেছে ভারত। ফলে অনেকটাই চাপ বেড়ে যাবে চিন ও পাকিস্তানের উপরে।

আরও পড়ুন-সন্ধেয় কথা কাটাকাটি, সকালে শ্বশুরবাড়ির শোয়ার ঘরে মিলল স্বামী-স্ত্রীর মৃতদেহ

প্রলয়ের পরীক্ষা সফল হলে ১০০০ কিলোমিটার দূরের কোনও জাহাজকে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারবে ভারত। ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা পরীক্ষা হয়ে যাওয়ার পরই সেটি তুলে দেওয়া হবে ভারতীয় নৌ সেনার হাতে। জানা যাচ্ছে কোনও জাহাজ ও স্থলভাগ থেকে উত্ক্ষেপণ করা যেতে পারে।

ধীরে ধীরে তার সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত। তাদের ভাঁড়ারে ব্যালেস্টিক মিসাইলের সংখ্যা বাড়াচ্ছে ভারতীয় সেনা। ভারতীয় সোনার পাশপাশি ভারতীয় বায়ুসেনাও প্রলয়ের ব্য়াপারে আগ্রহ প্রকাশ করেছে।

অ্য়ান্টি শিপ ব্যালেস্টিক মিসাইল

সমুদ্রে ভাসমান কোনও জাহাজকে টার্গেট করতে পারে এই অ্যান্টি শিপ ব্যালেস্টিক মিসাইল।

সমুদ্র কিংবা ভূমি থেকে ছোড়া যায় প্রলয়।

উত্ক্ষেপণের এই ক্ষেপণাস্ত্রে ব্যালেস্টিক পথ ধরে উপরে উঠে যায় এবং পরে তা টার্গেটে আঘাত হানে।

এর যা ক্ষমতা তাতে শক্তিশালী কোনও জাহাজকে ধ্বংস করে দিতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

.