আগামী ছ‍`মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার, আশাবাদী কৌশিক বসু

আগামী ৬ মাসেই আর্থিক ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কোশিক বসু।

Updated By: Apr 22, 2012, 01:17 PM IST

আগামী ৬ মাসেই আর্থিক ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কোশিক বসু।
শনিবার সংবাদসংস্থা পিটিআই`কে কৌশিক বসু জানিয়েছেন, ডিজেলের মূল্যের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার এবং বহুব্র্যান্ডের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মতো স্পর্শকাতর বিষয়গুলিতে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পণ্য পরিষেবা কর চালু করা কেন্দ্রের পক্ষে সহজ হবে। কিন্তু, খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারবে বলেই মনে করছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা।
তাঁর দাবি, বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছোটো চাষিরা উপকৃত হবেন। ডিজেলের মূল্যের ওপর আংশিক ভর্তুকি প্রত্যাহার করা হতে পারে বলেও আশাপ্রকাশ করেছেন কৌশিকবাবু। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কৌশিক বসু জানিয়ে ছিলেন, আগামী দু`বছর সংসদে বড় ধরনের আর্থিক সংস্কার সংক্রান্ত কোনও বিল আনা হবে না। তবে ২০১৫ সাল থেকে ভারতকে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধিসম্পন্ন দেশগুলির সমপর্যায়ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। 

.