ইলিশের পাল্টা উপহার! বাংলাদেশিদের পাতে স্বাদ ফেরাতে ২৫,০০০ টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে ভারতে ইলিশ পাঠানোর বিশেষ অনুমতি দিয়েছিল বাংলাদেশের সেখ হাসিনা সরকার। তারই সুবাদে এপার বাংলার বাঙালির পাতে পড়েছে পদ্মার ইলিশ। পাল্টা সৌজন্য দেখাল ভারতও।

আরও পড়ুন-'আপনি মুখ খুললেই ৫০ হাজার ভোট কেটে যায়, পিকে বলেছেন একদম চুপ', মমতাকে কটাক্ষ তথাগতর

দেশে পেঁয়াজের দাম বাড়া শুরু করতেই বিদেশে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করছে ভারত। তবে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে ২৫,০০০ টন পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও ঢাকায় ভারতীয় হাই কমিশনের তরফে একথা জানানো হয়েছে। বলা যেতে পারে হাসিনার সমস্যা সমাধানে কাজ দিল ইলিশ ডিপ্লোমেসি।

বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের চাহিদা তুঙ্গে। দর চড়েছে তরতরিয়ে। কোথাও কোথাও এই দাম ৯০ টাকা প্রতি কেজি। বাংলাদেশজুড়ে হাসিনা সরকারের বিরুদ্ধে এনিয়ে ক্ষোভ বাড়ছে বিরোধীদের। এবার সেইসব ক্ষোভে জল ঢেলে বাংলাদেশ পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত।

আরও পড়ুন-'ছেলে ধর্ম নিয়ে বেশি থাকত, তাই বলে আল-কায়দা জঙ্গি!', মানতে পারছে না বিস্ময়ে হতবাক মা

সরকারি সূত্রে খবর, বন্ধু বাংলাদেশকে তাদের প্রয়োজনে জরুরি ভিত্তিতে ২৫,০০০ টন পেঁয়াজ পাঠাচ্ছে কেন্দ্র। ওই পেঁয়াজ পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরের আগে বাংলাদেশকে ২৫০ ট্রাক পেঁয়াজ দেওয়ার কথা জানিয়েছিল ভারত। কিন্তু রফতানি নিষিদ্ধ হয়ে যাওয়ায় তা দুদেশের সীমান্তে আটকে যায়। তবে এনিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীকে বিষয়টি জানান ভারতে বাংলাদেশ হাই কমিশনার মহম্মদ ইমরানকে। তার পরেই এই জট খুলল।

English Title: 
India to export 25,000 tons of onion to Bangladesh
News Source: 
Home Title: 

ইলিশের পাল্টা উপহার! বাংলাদেশিদের পাতে স্বাদ ফেরাতে ২৫,০০০ টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত

ইলিশের পাল্টা উপহার! বাংলাদেশিদের পাতে স্বাদ ফেরাতে ২৫,০০০ টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত
Caption: 
ফাইল ছবি
Yes
Is Blog?: 
No
Section: