নোটবন্দি ও জিএসটির জেরে আয়করের আওতায় ১৮ লক্ষ মানুষ, রাষ্ট্রসঙ্ঘে জানাল ভারত

ডিজিটাল অর্থনীতি, আর্থিক উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভূক্তিকরণ অর্থনীতির উন্নতিতে জোর। 

Updated By: Apr 27, 2018, 04:14 PM IST
নোটবন্দি ও জিএসটির জেরে আয়করের আওতায় ১৮ লক্ষ মানুষ, রাষ্ট্রসঙ্ঘে জানাল ভারত

নিজস্ব প্রতিবেদন: নোট বাতিল এবং পণ্য পরিষেবা কর চালুর জেরে লাভবান হয়েছে ভারতের অর্থনীতি। এমন দাবি করে রাষ্ট্রসঙ্ঘে পরিসংখ্যান দিয়ে ভারত জানাল, বিমুদ্রাকরণ ও জিএসটির জেরে আয়করের আওতায় এসেছে আরও ১৮ লক্ষ মানুষ। 

ECOSOC ফোরামে আর্থিক উন্নয়ন শীর্ষক বৈঠকে বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব এ গীতেশ শর্মা বলেন, ''আর্থিক সংস্কারে একাধিক পদক্ষেপ করছে ভারত। উত্সাহ দেওয়া হচ্ছে ডিজিটাল লেনদেনে। চালু হয়েছে জিএসটি। এর ফলে অপ্রত্যক্ষ করে ৫০ শতাংশ বৃদ্ধি হতে চলেছে।'' তিনি আরও বলেন,''জিএসটি ও নোটবন্দি ১৮ লক্ষ মানুষকে আয়কর ব্যবস্থায় এনেছে।''

গীতেশ শর্মা আরও দাবি করেন, দেশের অভ্যন্তরে সম্পদ সৃষ্টির দিকে নজর দিয়েছে ভারত। ডিজিটাল অর্থনীতি, আর্থিক উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভূক্তিকরণ অর্থনীতির উন্নতিতে জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাইছে ভারত। 

আরও পড়ুন- চিনে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমির খান? কী বলছে বেজিং?

.