সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় মত ভারত-পাক দু'পক্ষই, শরিফের আমন্ত্রণে ইসলামাবাদে সার্ক সম্মেলনে যেতে রাজি মোদী

ভারত-পাকিস্তানের মধ্যে থমকে থাকা আলোচনা ফের শুরু হতে চলেছে। আজ রাশিয়ায় মোদী-শরিফ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মুম্বই হামলার চক্রী জাকিউর রহমান লকভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মোদী। ছাব্বিশ এগারোর তদন্তে গতি আনার প্রতিশ্রুতি দিয়েছেন শরিফ।     

Updated By: Jul 10, 2015, 08:49 PM IST
সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় মত ভারত-পাক দু'পক্ষই, শরিফের আমন্ত্রণে ইসলামাবাদে সার্ক সম্মেলনে যেতে রাজি মোদী

ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে থমকে থাকা আলোচনা ফের শুরু হতে চলেছে। আজ রাশিয়ায় মোদী-শরিফ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মুম্বই হামলার চক্রী জাকিউর রহমান লকভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মোদী। ছাব্বিশ এগারোর তদন্তে গতি আনার প্রতিশ্রুতি দিয়েছেন শরিফ।     

সীমান্তে পাক সেনার হামলা চলছেই। তবুও, পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করতে চাননি নরেন্দ্র মোদী। পাক সরকার হুরিয়তকে মদত দেওয়ায় নভেম্বরে নওয়াজ শরিফের সঙ্গে তাঁর বৈঠক বাতিল হয়ে যায়। তবে, বিদেশসচিব এস জয়শঙ্কর ইসলামাবাদের সঙ্গে দৌত্য চালিয়ে যান। দিনকয়েক আগে রমজানের শুভেচ্ছা জানিয়ে শরিফকে ফোনও করেন মোদী। এ সবেরই ফলাফল, শুক্রবার রাশিয়ার উফায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের
বৈঠকের ফাঁকে মোদী-শরিফ আলোচনা। ঘণ্টাখানেকের আলোচনায় ঠিক হয়েছে,

ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা ফের শুরু হবে।

মুম্বই হামলার তদন্তে গতি আনার চেষ্টা করবে পাকিস্তান।

সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করবে দিল্লি-ইসলামাবাদ।

এ নিয়ে দিল্লিতে বৈঠকে বসবেন দু-দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

যত তাড়াতাড়ি সম্ভব দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বৈঠক, দু-দেশের জেলে বন্দি মত্‍‍স্যজীবীদের মুক্তি এবং ধর্মীয় স্থানগুলিতে পর্যটনে গতি আনতেও রাজি হয়েছেন মোদী-শরিফ। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন দু-দেশের বিদেশসচিব। যদিও, মিডিয়ার প্রশ্ন এড়িয়ে যান তাঁরা।

বৃহস্পতিবার, বারামুলায় পাক বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। গত কয়েকদিনে একাধিকবার সংঘর্ষ বিরতি ভেঙেছে পাক সেনা। এই পরিস্থিতিতে বৈঠক কেন? প্রশ্ন তুলেছে কংগ্রেস। রাশিয়ায় মোদী-শরিফ বৈঠক এক মাইলফলক বলে দাবি করেছে বিজেপি।

সামনের বছর ইসলামাবাদে সার্ক সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন নওয়াজ শরিফ। পাকিস্তান যেতে রাজি হয়েছেন মোদী।

 

.