সপা-বসপা একসঙ্গে হলে ফারাক হবে, মহাজোট নিয়ে শঙ্কিত অমিত!

কোটি কোটি মানুষের জীবনযাত্রায় বদল এসেছে। যাঁরাই উপকৃত হয়েছেন, তাঁদের জন্য অচ্ছে দিন এসেছে, বললেন অমিত শাহ। 

Updated By: Jun 20, 2018, 10:21 PM IST
সপা-বসপা একসঙ্গে হলে ফারাক হবে, মহাজোট নিয়ে শঙ্কিত অমিত!

নিজস্ব প্রতিবেদন: মহাজোটকে নিয়ে আশঙ্কা নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই দিল্লির ক্ষমতায় ফিরতে চলেছেন বলে জোর গলায় দাবি করলেন অমিত শাহ। বুধবার জি নিউজ ইন্ডিয়া কা ডিএনএ আলোচনাচক্রে অমিত শাহ বলেন, ''সময় আসলে দেশের মানুষই সিদ্ধান্ত নেবেন। শরিকদের সঙ্গে নিয়ে আমরা ভাল কাজ করেছি। প্রধানমন্ত্রী প্রত্যাবর্তন করবেন।'' 

উত্তরপ্রদেশে সপা ও বসপা জোটের সামনে টিকতে পারবেন? জি নিউজের এডিটর সুধীর চৌধুরীর এই প্রশ্নে অবশ্য সাবধানী সুরই শোনা গিয়েছে অমিতের গলায়। তাঁর কথায়,''দুই দল একসঙ্গে আসায় কিছুটা ফারাক হতে পারে। তবে আগে আসন বণ্টনে সমঝোতা হোক, তারপর দেখা যাবে।'' বিরোধীদের কোনও অ্যাজেন্ডা নেই বলেও বুঝিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর কথায়,''দারিদ্রের বিরুদ্ধে লড়াই করছেন প্রধানমন্ত্রী।বিরোধীরা শুধু মোদীর বিরুদ্ধে লড়াই করছে। ওরা বলছে, মোদী হঠাও, আমরা বলছি দারিদ্র হঠাও, ওরা বলছে, মোদী হঠাও, আমরা বলছি দুর্নীতি হঠাও।'' মহাজোট বনাম বিজেপির লড়াই নিয়ে ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন,''যখন ইন্দিরা বনাম অন্যান্যদের লড়াই দেখেছিলাম, ভাবতাম কতটা শক্তিশালী কংগ্রেস। আর এখন মোদী বনাম অন্যান্যরা। সত্যিই কি আমরা ভয় পাব?'' 

অচ্ছে দিনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। পরবর্তীকালে আর প্রধানমন্ত্রী বা বিজেপির কোনও নেতার গলায় শোনা যায়নি 'অচ্ছে দিন' স্লোগান। 'মেরা দেশ বদল রাহা হ্যায়' থেকে চারবছর পূর্তির পর 'সাফ নিয়ত,সহি বিকাশ' স্লোগান প্রচার করছে বিজেপি। এদিন কনক্লেভে অমিত শাহকে প্রশ্ন করা হয়, 'অচ্ছে দিন' কী এসেছে? প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সেনাপতি বলেন, ''দেশের মানুষের জন্য কাজ করেছে মোদী সরকার। কোটি কোটি মানুষের জীবনযাত্রায় বদল এসেছে। যাঁরাই উপকৃত হয়েছেন, তাঁদের জন্য অচ্ছে দিন এসেছে।'' মুদ্রা, উজ্জ্বলার মতো কয়েকটি প্রকল্পেরও উল্লেখ করেন অমিত শাহ। 

আরও পড়ুন- প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না, জি নিউজের কনক্লেভে দাবি অখিলেশের

.