আজই বাজারে DRDO এর করোনার ওষুধ, প্রকাশ করবেন Rajnath Singh
পাউডার হিসেবে মিলবে, খেতে হবে জলে গুলে
নিজস্ব প্রতিবেদন: আজই বাজারে আসছে DRDO এর তৈরি করোনার ওষুধ। অ্যান্টি কোভিড১৯ ড্রাগ 2DG এর ১০ হাজার ডোজ তৈরি হয়ে গিয়েছে। আজ তা প্রকাশ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রীর দফতর জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2DG ড্রাগের প্রথম ব্যাচ প্রকাশ করবেন তিনি। করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে কিছুটা হলেও আশার আলো।
ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) যৌথ উদ্যোগে তৈরি এই ওষুধের নাম টু ডিজি (2-DG) বা টু ডিঅক্সি ডিগ্লুকোজ। জানা গিয়েছে, ২ ডিজি ওষুধটি অনেকটা গ্লুকোজের মতো। পাউডার হিসেবে মিলবে এই ওষুধ। খেতে হবে জলে গুলে।
Raksha Mantri Shri @rajnathsingh will release the first batch of Anti Covid drug 2DG via video conferencing facility tomorrow at 10.30 AM. The drug has been developed by DRDO's Institute of Nuclear Medicine & Allied Sciences (INMAS) in collaboration with Dr Reddy's Laboratories.
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) May 16, 2021
আরও পড়ুন: করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত Covaxin, জুটল আন্তর্জাতিক খেতাব
ক্লিনিক্যাল ট্রায়ালের পরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI) এই ওষুধটিকে ছাড়পত্র দিয়েছে । DRDO এর আধিকারিকরা জানান,'আগামী দিনে এই ওষুধের জোগান বাড়াতে নিরলসভাবে কাজ করে চলেছেন বিশেষজ্ঞরা। DRDO এর বিজ্ঞানীরা মিলে এই ওষুধ উদ্ভাবন করেছেন।' কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এই ওষুধ গেম চেঞ্জার হবে বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন:‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে আতঙ্ক! কারণ ও প্রতিরোধের বিষয় স্পষ্ট করল AIIMS