পাকিস্তানের আচরণে হতাশ ভারত, তবে সম্পর্ক উন্নতির চেষ্টা চলবে: মোদী
ইসলামাবাদের সঙ্গে বিদেশসচিব পর্যায়ের বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে নিরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী। বললেন, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে পাকিস্তানের বৈঠক একটা চমক। যা ভারতকে হতাশ করেছে। তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চায় দিল্লি।
নয়া দিল্লি: ইসলামাবাদের সঙ্গে বিদেশসচিব পর্যায়ের বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে নিরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী। বললেন, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে পাকিস্তানের বৈঠক একটা চমক। যা ভারতকে হতাশ করেছে। তবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চায় দিল্লি।
তাঁর মতে যে কোনও দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশকে অবশ্যই সন্ত্রাসমুক্ত হতে হবে। তবেই আলোচনা সফল হবে। সেইসঙ্গে তাঁর দাবি, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারত তার দায়িত্ব পালন করে যাবে। এ প্রসঙ্গে নরেন্দ্র মোদী তাঁর শপথগ্রহণের সময় ভারতে আসা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়টি উত্থাপন করে বলেন, সেই বৈঠক খুব ভাল ছিল।