চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পরবর্তী রূপরেখা নির্ধারণ, আজ প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক

বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, চিনের বর্বর মানসিকতার জন্যই ঘটেছে গালওয়ান সংঘর্ষ। ভারত কোনও সমঝোতা ভাঙেনি, ভেঙেছে চিন।

Updated By: Jun 19, 2020, 09:15 AM IST
চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পরবর্তী রূপরেখা নির্ধারণ, আজ প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে আজ লাদাখ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক। ভার্চুয়াল এই বৈঠক হওয়ার কথা রয়েছে বিকেল ৫টায়। বৈঠকে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, শরদ পওয়ার ,সীতারাম ইয়েচুরি, ডি রাজা, চন্দ্রবাবু নাইডু, জগনমোহন রেড্ডিরা।
বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, চিনের বর্বর মানসিকতার জন্যই ঘটেছে গালওয়ান সংঘর্ষ। ভারত কোনও সমঝোতা ভাঙেনি, ভেঙেছে চিন।
এদিকে, এএনআই সূত্রে খবর, লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ রয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত।
সেনাবাহিনী সূত্রে খবর, লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনার সঙ্গে সংঘাতের পর কোনও ভারতীয় জওয়ানের নিখোঁজ হওয়ার খবর নেই।
আরও পড়ুন: 'ভারতই স্বভূমি', পেশার সঙ্কট বুকে চেপেই চিনকে জবাব দেওয়ার ডাক তুললেন ট্যাংড়ার চিনা পরিবাররা!

ভারত-চিন সীমান্তে সংঘর্ষে উত্তাপের পারদ কমাতে আরও একবার আলোচনায় দুই বাহিনীর মেজর জেনারেলরা। গালোয়ান উপত্যকায় শান্তি ফেরাতে বুধবার আলোচনার মাধ্যমে সমাধানের সওয়াল করেছে দুই দেশের বিদেশমন্ত্রক।

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, এখনও পর্যন্ত চিনা বাহিনীর পিছিয়ে যাওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। গালোয়ান উপত্যকায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় এখনও অবস্থান করছে চিনের বাহিনী।

 

.