পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকা ৩-৫ বছরের মধ্যে সিল করে দেওয়া হবে, জানালেন বিএসএফ ডিজি

শর্মা জানিয়েছেন, ‌‘যেখানে কাঁটা তারের বেড়া দেওয়া ‌যাবে না সেখানে সিআইবিএমএস সিস্টেম বসানো হবে।’

Updated By: Mar 11, 2018, 12:33 PM IST
পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকা ৩-৫ বছরের মধ্যে সিল করে দেওয়া হবে, জানালেন বিএসএফ ডিজি

নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে  আগামী ৩-৫ বছরের মধ্যে অনুপ্রবেশের ঘটনা তলানিতে নেমে আসবে। এমনটাই মনে করছেন বিএসএফ-এর ডিজি কে কে শর্মা।

রবিবার শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন আগামী ৩-৫ বছরের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের অসুরক্ষিত অঞ্চলগুলি সিল করে দেওয়ার কাজ শেষ হয়ে ‌যাবে। ‌যেসব অংশে কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব নয় সেখানে তৈরি করা হবে কমপ্রিহেনন্সিভ ইনট্রিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা সিআইবিএমএস।

আরও পড়ুন-'সেকুলার' রাম মন্দির নির্মাণ করতে চান লালুপুত্র তেজপ্রতাপ

সীমান্তের দুর্গম অঞ্চলে একাধিক ইলেকট্রনিক গ্যাজেটের সমন্বয়ে গঠিত এই ধরনের সিআইবিএমএস সিস্টেম বসানো হলে সেখান থেকে তথ্য চলে আসবে বিএসএফের কাছে। এক্ষেত্রে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া ‌যাবে। ইতিমধ্যেই সিআইবিএমএস-এর পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে। অসমের ধুবড়ি ও জম্মুতে ভারত-পাকিস্তান সীমান্তের একটি ৫ কিলোমিটার এলাকায় ওই কাজ শুরু হয়েছে। শর্মা জানিয়েছেন, ‌‘যেখানে কাঁটা তারের বেড়া দেওয়া ‌যাবে না সেখানে সিআইবিএমএস সিস্টেম বসানো হবে।’

.