জানেন কি ভারতের ৫ কোটিপতির সম্পত্তির পরিমাণ ঠিক কত?
যে দেশের ৮০ শতাংশ মানুষের দিনে ২০ টাকা রোজগার হয় না! দুবেলা দুমুঠো ভাত জোটে কি না, তাও সন্দেহ! সেই দেশেই কিন্তু রয়েছেন প্রায় ১০০ জন কোটিপতি । তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১ লাখ ১৬ হাজার কোটি টাকারও সমান ।
ওয়েব ডেস্ক : যে দেশের ৮০ শতাংশ মানুষের দিনে ২০ টাকা রোজগার হয় না! দুবেলা দুমুঠো ভাত জোটে কি না, তাও সন্দেহ! সেই দেশেই কিন্তু রয়েছেন প্রায় ১০০ জন কোটিপতি । তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১ লাখ ১৬ হাজার কোটি টাকারও সমান ।
চলুন দেখে নেওয়া যাক, ভারতের এমন ৫ কোটিপতি ও তাঁদের সম্পত্তির পরিমাণ-
১) মুকেশ আম্বানি- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। সম্পত্তির পরিমাণ প্রায় ১৩৯৭০ কোটি।
২) লক্ষ্মী মিত্তল- আর্সেলর মিত্তল গ্রুপের চেয়ারম্যান ও CEO। সম্পত্তির পরিমাণ প্রায় ১০৬৪৪ কোটি।
৩) দুলীপ সাংভি- সান ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর। সম্পত্তির পরিমাণ প্রায় ৯২৫৮ কোটি টাকা।
৪) আজিম প্রেমজি- উইপ্রো লিমিটেডের চেয়ারম্যান। সম্পত্তির পরিমাণ প্রায় ৯১৮০ কোটি টাকা।
৫) পালোনজি মিস্ত্রি- শাপুরজি পালোনজি গ্রুপের চেয়ারম্যান। সম্পত্তির পরিমাণ ৮৩২৪ কোটি টাকা।