বয়স, অসুস্থতার দোহাই দিয়ে কম সাজার আর্জি, দুপুর তিনটেয় ঠিক হবে লালুর জেল যাপনের সময় সীমা

সওয়াল জবাব শেষ৷ দুপুর আড়াইটেয় নাগাদ লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত৷ সাজা ঘোষণা হবে পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত আরও ৩৭ জনের৷ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলে বসেই সাজা শুনবেন আরজেডি প্রধান৷

Updated By: Oct 3, 2013, 09:28 AM IST

সওয়াল জবাব শেষ৷ দুপুর আড়াইটেয় নাগাদ লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত৷ সাজা ঘোষণা হবে পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত আরও ৩৭ জনের৷ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলে বসেই সাজা শুনবেন আরজেডি প্রধান৷
এদিন, লালু প্রসাদের বয়স ও অসুস্থতার কথা উল্লেখ করে যতটা সম্ভব কম সাজার আর্জি জানান তাঁর আইনজীবী৷ পাশপাশি, আরজেডি প্রধানের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন৷  যদিও, সিবিআইয়ের আইনজীবীদের মতে, ন্যূনতম ৪ থেকে সর্বোচ্চ ৭ বছর জেল হতে পারে লালুর৷ কেন্দ্রের অর্ডিন্যান্স প্রত্যাহারের পর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সাংসদ পদ খোয়াবেন লালুপ্রসাদ যাদব৷

.