মুজফফরনগর দাঙ্গার প্রতিশোধ নিতেই পাটনা বিস্ফোরণ, জেরায় স্বীকার ধৃত ইমতিয়াজ আনসারির

মুজফ্ফরনগর দাঙ্গার প্রতিশোধ নিতেই পাটনা বিস্ফোরণ। বিহার পুলিসের দাবি, জেরায় সেরকমই জানিয়েছে ধৃত ইমতিয়াজ আনসারি। পাটনা বিস্ফোরণে এপর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে একশ জন। গ্রেফতার হয়েছে তেরো জন।রবিবার নরেন্দ্র মোদীর হুঙ্কার রালি শুরুর আগে পরপর আটটি বিস্ফোরণে কেঁপে ওঠে পাটনা। 

Updated By: Oct 28, 2013, 07:58 PM IST

মুজফ্ফরনগর দাঙ্গার প্রতিশোধ নিতেই পাটনা বিস্ফোরণ। বিহার পুলিসের দাবি, জেরায় সেরকমই জানিয়েছে ধৃত ইমতিয়াজ আনসারি। পাটনা বিস্ফোরণে এপর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে একশ জন। গ্রেফতার হয়েছে তেরো জন।রবিবার নরেন্দ্র মোদীর হুঙ্কার রালি শুরুর আগে পরপর আটটি বিস্ফোরণে কেঁপে ওঠে পাটনা। 
পাটনা স্টেশনে প্রথম বিস্ফোরণের পরেই গ্রেফতার হয় ইমতিয়াজ আনসারি। পুলিসের দাবি, আরও কয়েকটি বোমা রাখার দায়িত্ব ছিল তার ওপর। কিন্তু পুলিস দেখেই ঘাবড়ে যায় সে। তাকে ধরে ফেলে পুলিস। আনসারি জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বলে দাবি পুলিসের।   
 
পুলিসের দাবি, জেরায় আনসারি জানিয়েছে, বোমা ছুড়ে বিশৃঙ্খলা তৈরিই ছিল জঙ্গীদের উদ্দেশ্য, যাতে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে অসংখ্য মানুষ মারা যান। 
 
পুলিসের দাবি, জেরায় আনসারি জানিয়েছে, মুজফ্ফরনগর দাঙ্গার প্রতিশোধ নিতেই বিস্ফোরণের ছক কষেছিল ইন্ডিয়ান মুজাহিদিন। 
আনসারি ছাড়া এখনও পর্যন্ত আইনুল, আখতার, কালেম সহ মোট তেরো জনকে গ্রেফতার করেছে পুলিস। আইনুলকে স্টেশন চত্বর থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে সাধারণ মানুষ বলে মনে হলেও পরে বোঝা যায় সে-ও ষড়যন্ত্রের অংশ। ধৃতদের জেরায় জানা গেছে, বিস্ফোরণের মাস্টারমাইন্ড তেহসিন আখতার ইয়াসিন ভাটকলের অত্যন্ত ঘনিষ্ঠ। ভাটকলকে জেরার দাবি উঠছে।
 
গত অগাস্টে গ্রেফতার হওয়া ইয়াসিন ভাটকলকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-ও। ধৃতদের জেরা করে আরও কয়েক জনের নাম জানা গেছে। তাদের খোঁজে তল্লাসি  চালাচ্ছে পুলিস। ইতিমধ্যেই ভারত-নেপাল সীমান্তে সর্তকতা জারি হয়েছে।
 

.