বিজেপিতে থেকেই বারমেড় কেন্দ্রে কাল নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ জশবন্তের

আগামিকাল রাজস্থানের বারমেড় লোকসভা আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন জশবন্ত সিং। তবে, বিজেপি ছাড়ছেন কিনা তা স্পষ্ট করেননি তিনি। নাম না করে অরুণ জেটলি সহ বিজেপি শীর্ষ নেতাদের আজ কড়া সমালোচনা করেন জশবন্ত। যদিও, কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

Updated By: Mar 23, 2014, 01:35 PM IST

আগামিকাল রাজস্থানের বারমেড় লোকসভা আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন জশবন্ত সিং। তবে, বিজেপি ছাড়ছেন কিনা তা স্পষ্ট করেননি তিনি। নাম না করে অরুণ জেটলি সহ বিজেপি শীর্ষ নেতাদের আজ কড়া সমালোচনা করেন জশবন্ত। যদিও, কংগ্রেসে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।

জশবন্ত বলেন, ``আমি আসবাবপত্র নই যে যে কোনও জায়গায় আমায় বসিয়ে দেওয়া যাবে।``

বারমেড় থেকে এ বার বিজেপি প্রার্থী হতে চেয়েছিলেন জশবন্ত সিং। যদিও, ওই আসনে বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ সোনারাম চৌধুরীকে টিকিট দিয়েছে দল। এরপরই, নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়াই করার কথা জানান জশবন্ত সিং।

রাজস্থানের বারমের থেকে এবার ভোট লড়তে চেয়েছিলেন ৭৬ বছরের যশবন্ত। যুক্তি নিজের জন্মস্থান থেকে ২০১৪-র ভোট ভাগ্য পরখ করতে চান তিনি। বিজেপি যশবন্তের কথা শোনেনি। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্ণেল সোনা রাম চৌধুরীকে বারমেরের টিকিট দিয়েছে বিজেপি।

নাম ঘোষণার পর কর্ণেল চৌধুরীর মত ছিল, যশবন্তকে বুঝিয়ে রাজি কারাবেন তাঁরা। কিন্তু গোঁ ধরে রেখেছেন সিং। বারমের থেকেই নির্দল চিহ্ণে ভোট লড়ার হুমকি দিয়েছিলেন তিনি।

.