যমজ বোনের যমজ মার্কশিট, দুজনের রেজাল্ট হুবহু এক!
দুজনেই পেয়েছে ৯৫.৮ শতাংশ।
নিজস্ব প্রতিবেদন: তাঁরা শুধু একই রকম দেখতে নয়, তাঁদের মার্কশিটও হুবহু এক। সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলে চমক দুই যমজ বোনের। গ্রেটার নয়ডার দুই বোন মানসি ও মান্য। দুজনেরই ইংরেজি ও কম্পিউটার সায়েন্সে প্রাপ্ত নম্বর ৯৮ এবং পদার্থবিদ্যা,রসায়ন ও শারীরিক শিক্ষায় ৯৫। অর্থাৎ দুজনেই পেয়েছে ৯৫.৮ শতাংশ।
দুই যমজ বোনের এরকম চরম সমস্থানিক ঘটনা বিরল। মানসি এ বিষয়ে বলেছে, "সকলে আমাদের একই রকম দেখতে বলে মনে রাখত। শুধু নাম দিয়েই আমাদের আলাদা করা যেত। আমরা ভাল ফলের আশা করেছিলাম। কিন্তু একই নম্বর পাব, কখনই ভাবিনি। আমরা আশা করেছিলাম মান্য বেশি পাবে।"
আরও পড়ুন:নড়ে উঠল মৃতদেহ! ছবি তুলতে গিয়ে রক্ত হিম ফটোগ্রাফারের
দুজনেই এখন জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। মান্য তো ভাবতেই পারছেনা যে তাঁরা দুজন একই নম্বর পেয়েছে। সে বলেছে, "আমি দু বছর আগে একবার পড়েছিলাম যে দুজন যমজ একই নম্বর পেয়েছে। কিন্তু এটা আমাদের সঙ্গে হবে তা ভাবনার অতীত।"
মান্য রসায়নে ভাল এবং মানসি পদার্থবিদ্যায়। দুজনের মধ্যে প্রতিযোগিতা চলত। কিন্তু প্রতিযোগিতার এহেন ক্লাইমেক্স ওরা কখনও কল্পনা করতে পারেনি। দুই যমজ বোনের মার্কশিটও যমজ। সেই নামের ফারাক শুধু।