নড়ে উঠল মৃতদেহ! ছবি তুলতে গিয়ে রক্ত হিম ফটোগ্রাফারের

আলো জ্বালাতে গিয়েই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা শ্রোত বয়ে গেল তাঁর।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 15, 2020, 08:09 PM IST
নড়ে উঠল মৃতদেহ! ছবি তুলতে গিয়ে রক্ত হিম ফটোগ্রাফারের
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: সাড়া দিল মৃতদেহ। আপাতভাবে মৃত ভেবেই ধরে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রীতিমত মৃত্যুদ্বার থেকে ফিরে এলেন ওই ব্যক্তি। কেরলের এর্নাকুলমে পুলিসি রিপোর্টের জন্য মৃতদেহর ছবি তুলছিলেন এক ব্য়ক্তি। আলো জ্বালাতে গিয়েই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা শ্রোত বয়ে গেল তাঁর। শুনলেন ক্ষীণ শব্দে মৃতদেহের আওয়াজ। বিষয়টা সহজে ঠাওর করে উঠতে পারেননি টমি টমাস নামে ওই চিত্রগ্রাহক। তারপর আন্দাজ করে তখনই পুলিসকে খবর দেন টমি। তারপর তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এখন ওই আপাত মৃত ভাবা ব্যক্তি হাসপাতালে ইনসেন্টিভ কেয়ারে চিকিৎসাধীন। এর আগেও বহুবার পুলিসের জন্য ছবি তুলেছেন। তবে টমি বলছেন এরকম ঘটনা তাঁর ফটোগ্রাফার জীবনে প্রথম। এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেননি তিনি।

আরও পড়ুন: লকডাউন, কার্ফু উপেক্ষা করে ঘুরে বেরিয়েছে মানুষ! এই রাজ্যের সরকারের আয় কোটি টাকা
শিবসদন নামে এই "ধরে নেওয়া মৃত" ব্যক্তির কাছে কেউ যাচ্ছিলেন না করোনা সংক্রমণের ভয়ে।  ঘরে ফটো তোলার জন্য প্রয়োজনীয় আলো না থাকায় টমি ওই মৃতদেহের পাশে থাকা আলো জ্বালাতে যান। তখনই এই তাজ্জ্বব ঘটনা।

 

.