হাওড়া-কালকা মেলের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ করল ভারতীয় রেল

১৯৪১ সালে ব্রিটিশদের নজর এড়াতে বিহারের গেমো থেকে কালকা মেল ধরে পালিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তাই পরাক্রম দিবস উপলক্ষ্যে কালকা মেল ট্রেনের নাম বদল করা হল। 

Updated By: Jan 20, 2021, 01:48 PM IST
হাওড়া-কালকা মেলের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ করল ভারতীয় রেল

নিজস্ব প্রতিবেদন: হাওড়া কালকা মেলের নাম বদল করল ভারতীয় রেল। এই ঐতিহাসিক ট্রেনের নতুন নাম নেতাজি এক্সপ্রেস। মূলত, নেতাজি সুভাসচন্দ্র বসুর জন্মদিবস নিয়ে যেভাবে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, সেই তরজাকে প্রকট করতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনের আগেই কালকা মেলের নাম পরিবর্তনের কথা টুইট করে জানায়  রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কেন হঠাৎ কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস রাখা হল?

১৯৪১ সালে ব্রিটিশদের নজর এড়াতে বিহারের গেমো থেকে কালকা মেল ধরে পালিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তাই পরাক্রম দিবস উপলক্ষ্যে কালকা মেল ট্রেনের নাম বদল করা হল। 

 

পীযূষ গোয়েল টুইট করে বলেন, ‘১২৩১১/১২৩১২ হাওড়া-কালকা এক্সপ্রেসের নামকরণ নেতাজি এক্সপ্রেস করা হল। এই ঘোষণা করতে পেরে খুশি ভারতীয় রেল।’ নেতাজি ভারতকে  স্বাধীনতা এবং উন্নতির শিখরে পৌঁছাতে এক্সপ্রেসে বসিয়েছিলেন বলে উল্লেখ করেছেন টুইটে। 

নেতাজি এক্সপ্রেস’-এর সূচনার মধ্য দিয়ে পালন করা হবে নেতাজির জন্মদিন। গত ১৪ জানুয়ারি, হাওড়া-কালকা মেলের নাম বদলের প্রস্তাব জমা পড়ে  রেলমন্ত্রকের কাছে। সেই প্রস্তাবকেই সুবজ সংকেত দেওয়া হয়েছে।  এই ট্রেনটি কর্মাসিয়াল ট্রেনগুলির মধ্যে অন্যতম।   

.