'জাতীয় স্বার্থে' ফোর্ড ফাউন্ডেশনের উপর নজরদারির সিদ্ধান্ত কেন্দ্রের
ওয়েব ডেস্ক: গ্রিনপিসের পর এবার কেন্দ্রের নজরে ফোর্ড ফাউন্ডেশন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন তাঁদের নজরদারির তালিকায় এবার ঢুকে পড়েছে ফোর্ড ফাউন্ডেশনের নামও।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ফোর্ড ফাউন্ডেশনের কাজকর্মের উপর এবার থেকে নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৬ নম্বর ধারার পররাষ্ট্র অবদান রেগুলেশন অ্যাক্ট ২০১০ অনুযায়ী এই এনজিও-এর অনুদান কোথা থেকে আসছে, সে বিষয়ে সব ধরণের তথ্য এবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবে রিসার্ভ ব্যাঙ্ক।
জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না করে ফোর্ড ফাউন্ডেশনের তহবিল যাতে সমাজের 'প্রকৃত কল্যাণমূলক' কাজে ব্যবহৃত হয়, সে বিষয়ে নিশ্চিত হতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক।
কিছুদিন আগে, গুজরাত সরকার কেন্দ্রীয় মন্ত্রকের কাছে ফোর্ড ফাউন্ডেশনের বিরুদ্ধে নালিশ ঠুকে ছিল। তাদের অভিযোগ ছিল এই মার্কিনি এনজিও-টি ভারতের 'অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে'। তিস্তা সিতলভাড়ের এনজিও-কে সাহায্য করে এ দেশের 'সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের' চেষ্টা করছে।
অভিযোগ, তিস্তার এনজিও-টি নিজেদের বার্ষিক ব্যালান্স শিটের আবশ্যিক রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে, ফোর্ড ফাউন্ডেশনের কাছ থেকে কোনও সরকারি সংগঠনের আর্থিক সাহায্য নিতে গেলে অর্থ দফতরের ছাড়পত্র লাগবে।
এই মাসের প্রথমেই কেন্দ্র সরকার আর একটি এনজিও গ্রিনপিস ইন্ডিয়ার ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে। অভিযোগ তারা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশ অ্যাক্ট লঙ্ঘন করেছে। যার ফলে দেশের অর্থনৈতিক ও জনস্বার্থ বিঘ্নিত হয়েছে।