লাদাখে ৩২ কিমি রাস্তা নির্মাণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Updated By: Aug 23, 2017, 12:30 PM IST
লাদাখে ৩২ কিমি রাস্তা নির্মাণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

ওয়েব ডেস্ক: লাদাখের প্যাংগং এলাকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে 'সংঘর্ষ' ও পাথর ছোড়ার ঘটনার পরই ৩২ কিলো মিটার দীর্ঘ রাস্তা তৈরির নির্দেশ দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। মারসিমিক লা থেকে উষ্ণ প্রস্রবণ পর্যন্ত বিস্তৃত হবে এই রাস্তা। উল্লেখ্য, প্যাংগং-এর উত্তর সীমানা থেকে ২০ কিমি দূরে অবস্থিত মারসিমিক লা। এই নির্মান প্রকল্পের দায়িত্ব পেয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)।

সূত্রের খবর, দায়িত্ব পেয়েই বিআরও প্রাথমিকভাবে কাজ শুরু করে দিয়েছে। ভারত-চিন সীমান্ত পাহাড়ার দায়িত্বে থাকা ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসের তরফ থেকে 'ইন্ডিয়া-চিন বর্ডার রোড ওয়ান'-এর অন্তর্গত এই রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তার কথা আগেই জানানো হয়েছিল। উল্লেখ্য, এর মধ্যেই আগামী ২৩ থেকে ২৫শে অগস্ট কিরঘিজস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে প্রতিনিধিত্ব করতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

.