ঐতিহাসিক আলমোরা সংশোধনাগারের অভিজ্ঞান অবহেলায় অবলুপ্তির পথে

পরতে পরতে ইতিহাস। অথচ, সেই ইতিহাসকে ধরে রাখার কোনও উদ্যোগই নেই। অযত্ন আর অবহেলা প্রতিনিয়ত মুছে দিচ্ছে অতীতের অভিজ্ঞান। ১৪৪ বছরের আলমোরা সংশোধনাগার আজ কার্যত একটা ভগ্নস্তূপ।

Updated By: Aug 11, 2013, 10:52 AM IST

পরতে পরতে ইতিহাস। অথচ, সেই ইতিহাসকে ধরে রাখার কোনও উদ্যোগই নেই। অযত্ন আর অবহেলা প্রতিনিয়ত মুছে দিচ্ছে অতীতের অভিজ্ঞান। ১৪৪ বছরের আলমোরা সংশোধনাগার আজ কার্যত একটা ভগ্নস্তূপ।
সালটা ১৮৭২। সিপাহী বিদ্রোহ ততদিনে অতীত। কিন্তু, ব্রিটিশ শাসন কোনওভাবেই লাগাম পরাতে পারেনি স্বাধীনতা আন্দোলনকে। তবু, থামেনি দমন পীড়নও। আর সেই কারণেই ভারতের বুকে ইংরেজরা গড়ে তোলে একের পর এক কারাগার। লৌহ কপাটের পিছনে চলতে থাকে অকথ্য অত্যাচার। তারই সাক্ষী আলমোড়ার এই সংশোধনাগার। এই কারাগারেই একসময় বন্দি ছিলেন জওহরলাল নেহরু।
 
কিন্তু, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেই অভিজ্ঞানের আজ কী দশা!
 
বহু স্বাধীনতা সংগ্রামীর বিনিদ্র রাত কেটেছে এই কারাগারে। ব্রিটিশ শাসনের শিকড় দেশের মাটি থেকে উপড়ে ফেলার বহু পরিকল্পনা হয়তো আজও কান পাতলে শোনা যাবে এই ভগ্নস্তূপেই। কিন্তু, স্বাধীন ভারতে এই কারাগারই পায়নি হেরিটেজ স্থাপত্যের স্বীকৃতি।

.