একটানা বৃষ্টিতে হিমাচলপ্রদেশে জায়গায় জায়গায় ধস, বিচ্ছিন্ন হয়েছে একাধিক গ্রাম, বন্ধ রাস্তাঘাট
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের জনজীবন। কুলুর সানঝাতে মেঘ ফেটে বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত তিন দিন ধরে নাগারে বৃষ্টিতে কুলু, সিমলা, কিন্নর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রাম। বিভিন্ন রাস্তা বন্ধ। সমস্যায় পড়েছেন পর্যটকরা। আপাতত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের জনজীবন। কুলুর সানঝাতে মেঘ ফেটে বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত তিন দিন ধরে নাগারে বৃষ্টিতে কুলু, সিমলা, কিন্নর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রাম। বিভিন্ন রাস্তা বন্ধ। সমস্যায় পড়েছেন পর্যটকরা। আপাতত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিপর্যস্ত পরিস্থিতে ইতিমধ্যেই কিন্নরের কারছাম-ওয়াঙ্গটু এবং বাসপার জলবিদ্যুত্ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দু দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যজুড়ে সর্তকতা জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ গ্রহণ করেছে হিমাচল সরকার।