Himachal: প্রবল বর্ষণে মৃত ২০! মাথার উপর ভেঙে পড়ল মন্দির, মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেলেন গ্রামবাসীরা...
Himachal Monsoon Fury: ভয়ংকর পরিস্থিতি উত্তর ভারত জুড়ে, বিশেষত হিমাচল প্রদেশে। উত্তাল বর্ষায় সেখানে মাত্র ২৪ ঘণ্টায় অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু ঘটেছে! হিমাচলের মুখ্যমন্ত্রী এই তথ্য দিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর পরিস্থিতি উত্তর ভারত জুড়ে, বিশেষত হিমাচল প্রদেশে। উত্তাল বর্ষায় সেখানে মাত্র ২৪ ঘণ্টায় অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু ঘটেছে! হিমাচলের মুখ্যমন্ত্রী এই তথ্য দিয়েছেন। সোলানে মেঘভাঙা বৃষ্টিতে ৭ জনের মৃত্যু ঘটেছে। সিমলায় একটি শিবমন্দির ভেঙে পড়ে মারা যান আরও ৯ জন। সিমলার ওই মন্দিরের ধ্বংসস্তূপে আরও ১৫-২০ জন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। চারজনের দেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
জানা গিয়েছে, অতি ভারী বৃষ্টির জেরেই ভেঙে পড়েছে সিমলার শিবমন্দিরটি। আজ, সোমবার সকালে হিমাচল প্রদেশের অন্যতম পর্যটনকেন্দ্র সিমলার ওই মন্দির ভেঙে পড়ে। মন্দিরে চাপা পড়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়। এখনও ভিতরে কমপক্ষে ১৫ জন আটকে রয়েছেন বলে অনুমান করা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
শ্রাবণ মাস চলছে। এর উপর আজ সোমবার। সোমবারে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে সিমলার সামার হিলসের ওই শিবমন্দিরে ভিড় জমিয়েছিলেন ভক্তেরা। দুর্ঘটনার সময়ে কমপক্ষে ৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মন্দিরটি। ভক্তেরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।
ফের ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে হিমাচলে। মেঘভাঙা বৃষ্টি নেমেছে সেখানকার সোলানে। সোলানের মামলিঘ গ্রামে জলের তোড়ে ভেসে ও ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জনের। ছয়জনকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টিতে বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। জলে ভেসে গিয়েছে গাড়ি। ভেসে গিয়েছে গোশালা। পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। রাজ্য জুড়ে ৪৫২টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দুর্যোগে মৃতদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। মৃতের পরিবার ও বাকি দুর্গতদের সবরকম সহায়তা দেওয়া হবে বলে প্রশাসনিক ভাবে জানিয়েছেন তিনি।