লাহুল স্ফীতিতে গলছে হিমবাহ, বন্যার আশঙ্কায় হিমাচল প্রদেশ

Updated By: Jul 24, 2014, 08:30 PM IST
লাহুল স্ফীতিতে গলছে হিমবাহ, বন্যার আশঙ্কায় হিমাচল প্রদেশ

উষ্ণায়নের ফলে লাহুল স্ফীতিতে গলে যাচ্ছে হিমবাহ। ফলে হিমাচল প্রদেশে তৈরি হচ্ছে নতুন হ্রদ। পর্যটকদের জন্য সুখবর হলেও চিনাব নদীতে বন্যার আশঙ্কা করছে হিমাচল সরকার।

তফশীলি জাতির জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান ও লাহুল স্ফীতির বিধায়ক রবি ঠাকুর জানালেন, "আগে যখন আমি দেখেছিলাম তার মধ্যে প্রায় ৬ থেকে ৭টি হ্রদের জল ১.৫ থেরে ২ কিলোমিটার বেড়ে গেছে। যা সত্যিই বড় চিন্তার বিষয়। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা করবে। ওই অঞ্চলে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে। যদি সত্যিই বন্যার আশঙ্কা থাকে তবে অবশ্যই সতর্কতা জারি করা হবে।"

 

.