হিজাব পরে নাচ! সামাজ সচেতনার কাজে সমাজই ঠোকরালো তাঁদের..
এইডস নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন কেরলের ৩ পড়ুয়া। চিকিত্সক হওয়ায় সেই কাজ বেশ কিছুটা সহজই হয়ে গিয়েছিল তাঁদের কাছে। কিন্তু, মাথায় হিজাব পরে নাচের ফলে যেভাবে তোপের মুখে পড়তে হল, তা কল্পনাও করতে পারেননি কেরলের ওই পড়ুয়ারা।
নিজস্ব প্রতিবেদন : এইডস নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন কেরলের ৩ পড়ুয়া। চিকিত্সক হওয়ায় সেই কাজ বেশ কিছুটা সহজই হয়ে গিয়েছিল তাঁদের কাছে। কিন্তু, মাথায় হিজাব পরে নাচের ফলে যেভাবে তোপের মুখে পড়তে হল, তা কল্পনাও করতে পারেননি কেরলের ওই পড়ুয়ারা।
সম্প্রতি মালায়লম সুপারস্টার মোহনলালের একটি গানকে হাতিয়ার করেই জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন ওই ৩ ছাত্রী। গত ১ ডিসেম্বর প্রকাশ্যে রাস্তার উপরই নাচতে দেখা যায় তাঁদের। ওই নাচ প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়ে যায়। আর তারপরই শুরু হয় সমস্যা।
প্রকাশ্যে হিজাব পরে কেন নেচেছেন কেরলের ওই ছাত্রীরা, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। পাশাপাশি হিজাব পরে ওইভাবে গানের তালে পা মেলানো ইসলামের ‘অবমাননা’ বলেও অভিযোগ করেছে কট্টর মৌলবাদীরা। নেটিজেনদের একাংশও কেরলের ওই ছাত্রীদের উপর আক্রমণ শানিয়েছে। বাস্তব হোক ভার্চুয়াল-সমাজের এমন 'তিরস্কারে' কোনও উচ্চবাচ্য করেননি ওই ৩ কন্যা।
দেখুন সেই ভিডিও..
#WATCH: Three girls dance in a flash mob in Kerala's Malappuram (4.12.17) pic.twitter.com/niyNtIGXn5
— ANI (@ANI) December 4, 2017
This is ‘Blasphemy’ especially in North Kerala...
— Shanks (@easynut) December 4, 2017
Isn't this Haraam? Waiting for fatwa now
— deepak (@drdeepak1382) December 4, 2017