বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গ্রেফতার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

চলতি বছর কেন্দ্রীয় সরকার দেশে কর নীতিতে পরিবর্তন এনে জিএসটি ব্যবস্থা চালু করে। প্রকাশ্যে সেই ব্যবস্থার সমালোচনা করে ইতিমধ্যেই সরকারের কুনজরে পড়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

Updated By: Dec 5, 2017, 02:13 PM IST
বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গ্রেফতার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদের নিয়ে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হলেন খোদ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। মহারাষ্ট্রের আকোলাতে তাঁকে সোমবার সন্ধেয় গ্রেফতার করা হয়। পরে রাতের দিকে ছেড়ে দেওয়া হলেও, কৃষকদের দাবি না মেটা পর্যন্ত থানা চত্ত্বর ছেড়ে তিনি যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যশবন্ত। গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মহারাষ্ট্র পুলিস হেডকোয়ার্টারে জানানো হয়েছে।

চলতি বছর পোকার আক্রমণে মহারাষ্ট্রে সোয়াবিন ও তুলো চাষে বিপুল ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে ইতিমধ্যেই কৃষকরা আন্দোলন শুরু করেছে। তবে, তাতে তাঁরা এখনও পর্যন্ত কোনও সাড়া পাননি বলে অভিযোগ। এরপরই গোটা বিষয়টি নিয়ে তাঁরা যশবন্ত সিনহার দ্বারস্থ হন। তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করিয়ে আনবেন।

আরও পড়ুন- জিএসটি সুরাটবাসীর 'অসুবিধায়' ফেলেছে, মানছেন বিজেপি নেতারাই

প্রতিশ্রুতি অনুসারে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। দীর্ঘ সময় ধরে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করার পর তাঁকে গ্রেফতার করে পুলিস। পরে ছেড়ে দিলেও তিনি থানা চত্ত্বর ছাড়তে রাজি হননি।

চলতি বছর কেন্দ্রীয় সরকার দেশে কর নীতিতে পরিবর্তন এনে জিএসটি ব্যবস্থা চালু করে। প্রকাশ্যে সেই ব্যবস্থার সমালোচনা করে ইতিমধ্যেই সরকারের কুনজরে পড়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ-১ সরকারের সময় তিনি ভারতের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন।

.