ফিদায়েঁ হামলার আশঙ্কা, আচমকাই পঞ্জাব-কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিগুলিতে জারি সতর্কতা
কিছুদিন আগেই বালাকোটে জঙ্গিদের ফের জোট বাঁধার কথা বলেছিলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদন: হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হল পঞ্জাবের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে। সতর্ক করা হল জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত সেনাকে।
আরও পড়ুন-অত বড় পায়ের ছাপ কার? বাঘের আতঙ্কে কাঁপছে বীরভূমের গ্রাম
সম্প্রতি পাক সীমান্ত পেরিয়ে পঞ্জাবে ড্রোনে চাপিয়ে অস্ত্র পাচার করা হয়েছে। তখনই গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন, জম্মু ও কাশ্মীরে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।
হামলার কথা মাথায় রেখে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে শ্রীনগর, অমৃতসর, অবন্তীপোরা, জম্মু, পাঠানকোট ও হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে। এই অ্যালার্ট জারি হলে এলাকায় যান চলাচলে কড়কড়ি করা হয়। সূত্রের খবর, বিশাল ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সজাগ রয়েছে প্রশাসন।
আরও পড়ুন-অত বড় পায়ের ছাপ কার? বাঘের আতঙ্কে কাঁপছে বীরভূমের গ্রাম
উল্লেখ্য, কিছুদিন আগেই বালাকোটে জঙ্গিদের ফের জোট বাঁধার কথা বলেছিলেন সেনাপ্রধান। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতির সুযোগ নিয়ে ৫০০ জঙ্গি কাশ্মীরে ঢোকার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।