'দ্বিতীয় ডোজের Vaccination অগ্রাধিকার', রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
আপাতত মোট ভ্যাকসিনের ৩০ শতাংশ সরিয়ে রাখতে বলা হয়েছে প্রথম ডোজের জন্য
নিজস্ব প্রতিবেদন: করোনার টিকাকরণে আপাতত দ্বিতীয় ডোজকেই অগ্রাধিকার দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। অর্থাৎ যারা ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদেরকে দ্বিতীয় ডোজ (2nd Dose Vaccination) দেওয়ার ব্যাপারেই অগ্রাধিকার দিতে হবে। মঙ্গলবার রাজ্যগুলির সঙ্গে ভিডিও বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ও ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের সদস্য চিকিৎসক আর এস শর্মা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যসচিবদের বার্তা দেন, যারা ইতিমধ্যে প্রথম ডোজ পেয়ে গিয়েছেন তাদেরকে পরের ডোজ দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিন। দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য ৭০ শতাংশ ভ্যাকসিনের ডোজ আলাদা করে রাখার বার্তাও দেওয়া হয়। বাকি ৩০ শতাংশ দিয়ে আপাতত প্রথম ডোজ দেওয়ার কথা জানানো হয়। যদি কোনও রাজ্য চায় তাহলে তারা দ্বিতীয় ডোজের ক্ষেত্রে বরাদ্দ সব ভ্যাকসিনই সরিয়ে রাখতে পারে বলেও জানান তারা।
আরও পড়ুন: ভয়াবহ বিপর্যয় Uttarakhand এ , মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল ঘরবাড়ি-দোকানপাট
আরও পড়ুন: দেশের ৯০ শতাংশ অঞ্চলে Covid পজিটিভিটি রেট অত্যন্ত বেশি, উদ্বেগ বাড়াচ্ছে গ্রামীণ এলাকা
এদিন যে সমস্ত রাজ্য টিকাকরণে ৪৫ উর্ধ্ব, প্রথম সারির যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দিয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করা হয়। বাকি রাজ্যগুলিকেও তা মেনে চলতে বলা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,' মে মাসের ১৫-৩১ তারিখের জন্য বরাদ্দের ব্যাপারে ১৪ই মে রাজ্যগুলিকে জানানো হবে।' ভ্যাকসিন যাতে নষ্ট না হয় সে দিকটিও নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে। চিকিৎসক মহলের পক্ষ থেকেও বার্তা ছিল যে দ্বিতীয় ডোজ প্রাপকদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এর আগে কয়েক দফায় ৪৫ ঊর্ধ্ব সকলকে ও ফ্রন্টলাইন ওয়াকার্সদের (Frontline Workers) টিকা দেওয়া যাবে বলে নির্দেশ ছিল কেন্দ্রের। এরপর সকল প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার কথা ঘোষণা পর কীভাবে তা বাস্তবায়ন করা হবে তা নিয়ে আশঙ্কা ছিল। দ্বিতীয় ডোজে অগ্রাধিকার ঘোষণার ফলে সেই সমস্যা কিছুটা মিটবে বলেই আশা করা যায়।