রাজধানীর 'জঞ্জাল' রাজনীতিতে হাইকোর্টের হস্তক্ষেপ, সরকারকে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ
রাজধানীর জঞ্জাল বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি হাইকোর্ট। ১৫ জুনের মধ্যে ক্ষমতাসীন আপ সরকারকে এমসিডি কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত।
ওয়েব ডেস্ক: রাজধানীর জঞ্জাল বিতর্কে এবার সরাসরি হস্তক্ষেপ করল দিল্লি হাইকোর্ট। ১৫ জুনের মধ্যে ক্ষমতাসীন আপ সরকারকে এমসিডি কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত।
দিল্লি সরকার, কেন্দ্র ও পূর্ব এমসিডিকে জঞ্জাল সরিয়ে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য নোটিশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে আদালত দিল্লি পুলিসও পূর্ব এমএসডিকে এখুনি জঞ্জাল পরিষ্কার করা নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে।
তিনমাস বেতন না পেয়ে গত কয়েকদিন ধরে ধর্মঘট করছেন পূর্ব ও উত্তর দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই কর্মীরা।
বেতন পেতে দেরি হওয়ায় প্রতিবাদে ময়ূর বিহার ও পতপরগঞ্জ অঞ্চলে জঞ্জাল জমা করে চলে যান।
সাফাই কর্মী, সরকারি ডাক্তার ও শিক্ষকদের বকেয়া বেতন মেটাতে কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে ৩ হাজার কোটি টাকা অনুদান চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ইতিমধ্যে, আজ কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী বিক্ষোভরত এমসিডি সাফাইকর্মীদের সঙ্গে সাক্ষাত করেছেন।
দিল্লির উপরাজ্যপাল নজীব জঙ্গ অন্যদিকে ঘোষণা করেছেন বকেয়া মেটাতে আজ সিভিক বডি ৪৯৩ কোটি টাকা দেওয়া হবে।