জম্মু-কাশ্মীরে পারগওয়াল সেক্টরে ফের অস্ত্র বিরতি লঙ্ঘন করল পাক সেনা
মায়ানমারে ভারতীয় সেনার সাম্প্রতিক অপরেশন নিয়ে এই মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে। এর মধ্যেই, ফের অস্ত্র বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার গভীর রাতে, জম্মু-কাশ্মীরে সীমান্ত পারগওয়াল সেক্টর বরাবর বেশ কিছু বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা।
ওয়েব ডেস্ক: মায়ানমারে ভারতীয় সেনার সাম্প্রতিক অপরেশন নিয়ে এই মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে। এর মধ্যেই, ফের অস্ত্র বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার গভীর রাতে, জম্মু-কাশ্মীরে সীমান্ত পারগওয়াল সেক্টর বরাবর বেশ কিছু বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা।
গত দু'দিনে এই নিয়ে অস্ত্র বিরতি লঙ্ঘন করল প্রতিবেশী দেশের সেনা বাহিনী।
সূত্রে খবর, তিনটি বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে ব্যাপক গুলি চালায় পাক সেনা। বাধ্য হয়ে ভারতীয় সেনাও জবাব দেয়।
বৃহস্পতিবার সকালেই পুঞ্চে এলওসি বরাবর গুলির লড়াই চলে দুই দেশের সেনার। অভিযোগ এক্ষেত্রেও অস্ত্র বিরতি ভঙ্গ করেছিল পাকিস্তানই।
কোনও রকম প্ররোচনা ছাড়াই পাক সেনার এই আক্রমণের উপযুক্ত জবাবও দিয়েছে ভারতীয় সেনা।