স্বামীর আয় কত, এবার RTI করে জানতে পারবেন স্ত্রী
কোনও ভাবেই কোথাও আর লুকিয়ে রাখার রাস্তা নেই
নিজস্ব প্রতিবেদন: পুরুষদের ইনকাম জানতে নেই। এমনটাই বলা হয়ে থাকে। কিন্তু সরকার বলছে, না। এমনটা আর চলতে পারে না।
আরও পড়ুন-লড়াই কঠিন ঠান্ডার সঙ্গেও, লাদাখে জওয়ানের থাকার বিশেষ আবাসনের ব্যবস্থা করল সেনাবাহিনী
সেন্ট্রাল ইনফরমেশন কমিশন(CIC)মঙ্গলবার জানিয়ে দিয়েছে, স্বামীর আয়ের অঙ্ক আরটিআই করে জানতে পারেন স্ত্রী। অর্থাত্ যা দাঁড়াল, আগে ঘরে আয় ব্যয়ের হিসেব দিতে হবে। তার পর আয়কর দফতরকে। কোনও ভাবেই কোথাও আর লুকিয়ে রাখার রাস্তা নেই।
আরও পড়ুন-MCA পাস তবু চাকরি নেই! অবসাদে হাওড়ায় মা-বাবাকে খুন করে ৩ দিন একঘরে ছেলে
কীভাবে এমন বেড়াল ঝুলি থেকে বের হল! সম্প্রতি রহমত বানু নামে যোধপুরের এক মহিলা আয়কর দফতরের কাছে তাঁর স্বামীর আয় জানতে চান। আয়কর দফতর তাঁকে পাত্তা দেয়নি। বিষয়টি আসে সিআইসি-র কাছে। তার পরেই ওই সিদ্ধান্ত।
সিআইসি শেষপর্যন্ত আয়কর দফতরকে নির্দেশ দেয় ১৫ দিনের মধ্যে ওই মহিলাকে তাঁর স্বামীর আয়ের হিসেব দিতে হবে।