গ্রাজুয়েশন ডিগ্রির সঙ্গেই মেয়েদের দেওয়া হবে পাসপোর্ট, ঘোষণা খট্টরের
পাসপোর্টের সব ব্যবস্থাই হবে কলেজে
নিজস্ব প্রতিবেদন: কলেজে গ্রাজুয়েশন ডিগ্রির সঙ্গেই মিলবে পাসপোর্ট। ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। রাজ্যের গ্রাজুয়েট ছাত্রীদের জন্য ওই ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। পাসপোর্টের সব ব্যবস্থাই হবে কলেজে। এর জন্য কোথাও দৌড়াতে হবে না।
আরও পড়ুন-পাস্তুরাইজ করা মাতৃদুগ্ধে করোনা সংক্রমণের ঝুঁকি নেই, নিরাপদ শিশুর জন্যেও: রিপোর্ট
শনিবার রাজ্যে কার্ণলে 'হর শির হেলমেট' নামে এক অনুষ্ঠানে যোগ দেন খট্টর। সেখানে মঙ্গল সিং অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে ১০০ পড়ুয়াকে হেলমেট ও লার্নার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। ট্রাফির আইন সম্পর্কে সচেতনতা বাড়াতেই ওই লাইসেন্স দেওয়া হয় বলে মন্তব্য করেন খট্টর। রাজ্যের যেসব কলেজে ছেলেরা পড়াশোনা করছে ও ট্রাফিক আইন সম্পর্কে শিখছে তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন-সমস্যা একেবারে অন্দরেই! ১২ বিধায়ককে নিয়ে দিল্লিতে কংগ্রেসের দরবারে সচিন
খট্টর এদিন বলেন, রাজ্যে মেয়েদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু হয়েছে। পাশাপাশি সেভ ওয়াটার ও স্বচ্ছ ভারত মিশনেও কাজ চলছে। রাস্তায় চলতে গেলে কীভাবে নিরাপদ থাকতে হয় তার জন্যই 'হর শির হেলমেট' প্রকল্প শুরু করা হয়েছে।