Harbhajan Singh: কংগ্রেসের যোগ দিচ্ছেন হরভজন! জোর জল্পনা সিধুর টুইটে

কয়েক দিন আগেই জল্পনা রটেছিল, বিজেপিতে যোগ দিতে চলেছেন হরভজন

Updated By: Dec 15, 2021, 07:48 PM IST
Harbhajan Singh: কংগ্রেসের যোগ দিচ্ছেন হরভজন! জোর জল্পনা সিধুর টুইটে

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে জল্পনা উস্কে দিলেন রাজ্য কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু। বুধবার তাঁর সঙ্গে দেখা করেন ক্রিকেটার হরভজন সিং। তারপরই এক টুইট করে রাজনৈতিক জল্পনা উস্কে দিলেন সিধু।

হরভজনের সঙ্গে একটি ছবি টুইট করে সিধু লিখেছেন, 'বিশাল সম্ভাবনাময় ছবি....ভাজ্জির মতো উজ্জ্বল তারকার সঙ্গে।'

২০২২ সালেই পঞ্জাবে হচ্ছে বিধানসভা নির্বাচন। দলীয় কোন্দলে কংগ্রেস ছেড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দরের সঙ্গে দলের সংঘাতে একটা ভূমিকা ছিল সিধুরও।  নতুন দল গড়ছেন অমরিন্দার সিং। সেই দলের রাজ্যের অনেক পরিচিত মুখকে টানতে চাইছেন। তার মধ্য়েই এক জল্পনার জন্ম দিয়ে দিলেন সিধু।

রাজ্য রাজনৈতিক মহলের জল্পনা, কংগ্রেসে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেটার। তবে রাজ্য কংগ্রেস ও হরভজনের তরফে এনিয়ে এখনও কিছু বলা হয়নি।

আরও পড়ুন-KMC Election: 'ওমিক্রন মারাত্বক কিছু নয়'; রাজ্যবাসীকে সতর্কতা থাকার পরামর্শ Mamata-র

কয়েক দিন আগেই জল্পনা রটেছিল, বিজেপিতে যোগ দিতে চলেছেন হরভজন। সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ভাজ্জি। গত ১১ ডিসেম্বর তার বিজেপিতে যোগ দেওয়ার খবরকে 'ভুয়ো' বলে বর্ণনা করেছেন ভাজ্জি। 

বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আজ বৈঠকে বসছে পঞ্জাব কংগ্রেসের প্রচার কমিটি। ওই কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান সুনীল জাকর। সেই বৈঠকের আগেই জল্পনা ছড়াল হরভজনকে নিয়ে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.