ধর্মগুরু, অভিনেতা, গায়ক - বর্ণময় চরিত্রের নাম গুরমিত রাম রহিম সিং

Updated By: Aug 25, 2017, 11:45 PM IST
ধর্মগুরু, অভিনেতা, গায়ক - বর্ণময় চরিত্রের নাম গুরমিত রাম রহিম সিং

ওয়েব ডেস্ক: তিনি ধর্মগুরু। আবার ফিল্মে অভিনয়ও করেন। স্টেজে গানও গান। ৫ কোটি ভক্ত তাঁর। একইসঙ্গে খুন-ধর্ষণের অভিযোগে ঘাড়ে ঝুলছে নানা ফৌজদারি মামলাও। ঈশ্বরের কাছে পৌছে দেওয়ার নাম করে ৪০০ ভক্তের নির্বীজকরণের অভিযোগও তাঁর বিরুদ্ধে। ধর্মেও আছেন, জিরাফেও আছেন কয়েকশো কোটির মালিক ডেরা প্রধান বাবা গুরমিত রাম রহিম সিং।

ধর্মীয় সংগঠন ডেরা সাচা সৌদার প্রধান। একাধিক ছবিতে অভিনয়। সোলো অ্যালবাম। ফিল্মে ব্যাকগ্রাউন্ড সং। ঘাড়ের ওপর বেশ কয়েকটি ফৌজদারি মামলা। এক বর্ণময় চরিত্রের নাম গুরমিত রাম রহিম সিং।

১৯৬৭-র ১৫ অগাস্ট রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় জন্ম। ১৯৯০-এ ডেরা সাচা সৌদার প্রধান। সারা বিশ্বে রাম রহিমের ভক্তের সংখ্যা প্রায় ৫ কোটি। দুটি খুন ও ধর্ষণের অভিযোগ। রাম রহিমের বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা। ২০০২-এ ডেরার প্রধান কেন্দ্র সিরসায় নিজেরই শিষ্যাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন গুরমিত রাম রহিম সিং। শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগও ওঠে রাম রহিমের বিরুদ্ধে। ২০১৪-র হরিয়ানা বিধানসভা নির্বাচনে রাম রহিমের ডেরা সাচা সৌদা বিজেপি-কে সমর্থন করে।

১৯৪৮ সালে মস্তানা বালুচিস্তানির হাত ধরে ধর্মীয় সংগঠন ডেরা সাচা সৌদার জন্ম। গুরমিত রাম রহিম সিং ডেরার তৃতীয় প্রধান। রাম রহিমের সমর্থকদের বিরুদ্ধে গুণ্ডামির অভিযোগ আগেও ছিল। পুরনো ইতিহাস মাথায় রেখে শুক্রবার রায় ঘোষণার আগে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। যদিও, বাবার ভক্তদের দাপটে রক্তক্ষয় এড়ানো গেল না।

.