গুজরাট, হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়ের আভাস সমীক্ষায়
নিজস্ব প্রতিবেদন: গুজরাটের বিধানসভা নির্বাচনে সহজেই জিতবে বিজেপি, এমনটাই জানাল ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ভোট-সমীক্ষা। সমীক্ষা বলছে, ২২ বছর পরও গুজরাটে ক্ষমতায় ফিরতে পারছে না রাহুল গান্ধীর কংগ্রেস। হার্দিক প্যাটেলের মতো নবীন নেতাদের পাশে পেয়েও মোদী-শাহের বিজয়রথ থামাতে পারবেন না কংগ্রেসের সহ-সভাপতি। এমনকি হাতছাড়া হচ্ছে হিমাচল প্রদেশও।
ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় ৬৮টি আসনের হিমাচল প্রদেশে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসছে বিজেপি।
হিমাচল প্রদেশ (৬৮)
বিজেপি ৪৩-৪৭
কংগ্রেস ২১-২৫
সমীক্ষা বলছে, ১৮২ আসনের গুজরাটেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। ৪৮ শতাংশ ভোট পেতে চলেছে গেরুয়া ব্রিগেড। কংগ্রেস সম্ভবত পাচ্ছে ৩৮ শতাংশ ভোট।
গুজরাট (১৮২)
বিজেপি ১১৫-১২৫
কংগ্রেস ৫৭-৬৫
অন্যান্য ০-৩
সমীক্ষায় ৩৪ শতাংশ মতদাতার মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ বিজয় রূপানিকে।৬৬ শতাংশ মনে করেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী থাকলে লাভবান হবে গুজরাট। গেরুয়া শিবিরের প্রতি সমর্থন থাকলেও সাম্প্রতিক আর্থিক সংস্কার নিয়ে খুশি নন গুজরাটবাসী। জিএসটি নিয়ে ৫১ শতাংশই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। নোট বাতিল কাজে লাগেনি বলে মনে করছেন ৫৩ শতাংশ মানুষ।
আরও পড়ুন, গুজরাটে ভোট ৯ ও ১৪ ডিসেম্বর, ফল ঘোষণা ১৮ ডিসেম্বর